হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফের উৎপাদনে কেপিএম, গ্যাসসংকটে বন্ধ ছিল ৭ দিন

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনার কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেডের উৎপাদন গতকাল রোববার সন্ধ্যা থেকে পুনরায় শুরু হয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অন্যতম কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি উৎপাদন টানা সাত দিন বন্ধ ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আনিসুজ্জামান। 

গত ১৪ মে থেকে এলএনজি গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার পরপরই মিলের উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানান কে এম আনিসুজ্জামান। ঘূর্ণিঝড় মোখার কারণে মহেশখালীর ভাসমান দু’টি এলএনজি টার্মিনাল নিরাপদে সরিয়ে নেওয়ায় এই গ্যাসসংকট সৃষ্টি হয়। 

ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, ‘গ্যাস সরবরাহ চালু হওয়ায় আমরা পুনরায় গতকাল রোববার সন্ধ্যা থেকে উৎপাদন শুরু করেছি। রাতের শিফটে ৭ টন কাগজ উৎপাদিত হয়। 

কেপিএম প্রশাসন বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, এলএনজি সরবরাহ পাওয়ার পর থেকেই কেপিএমের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা পুনরায় কারখানা সচল করার জন্য প্রাণপণ চেষ্টা করেন। একবার কারখানা বন্ধ হলে পুনরায় সচল করতে সময় লাগে। তবে শ্রমিক, কর্মচারী, কর্মকর্তারা নিরলসভাবে কাজ করেন এবং মিল পুনরায় চালু করে উৎপাদনে যায়। 

কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদের (সিবিএ) সভাপতি আবদুল রাজ্জাক বলেন, এত দিন কারখানা বন্ধ থাকায় শ্রমিক, কর্মচারীদের মন খারাপ ছিল। প্রতিদিন খবর নিতাম কবে এলএনজি আসবে। তবে রোববার গ্যাসের সরবরাহ পাওয়ায় এবং সঠিক প্রেশার থাকায় কারখানা পুনরায় চালু করা সম্ভব হয়েছে।

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি