হোম > সারা দেশ > চট্টগ্রাম

বৈরী আবহাওয়া: চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করতে পারেনি তিনটি আন্তর্জাতিক ফ্লাইট

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে পারেনি। ফ্লাইটগুলো চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে অবশ্য ফ্লাইটগুলো যাত্রী নিয়ে আবার চট্টগ্রামে ফিরে আসে।

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেন।

ফ্লাইটগুলোর মধ্যে ইউএস-বাংলার বিএস ৩৩৪ দোহা-চট্টগ্রাম ফ্লাইটটি ১৫০ জন যাত্রী নিয়ে আজ শুক্রবার সকাল সোয় ৭টায় অবতরণ করার কথা ছিল। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। পরে সকাল ১০টা ৫৪ মিনিটে চট্টগ্রামে ফিরে আসে।

একইভাবে সালাম এয়ারের ফ্লাইট ওএমএস ৪০১ মাসকাট-চট্টগ্রাম সকাল ৮টা ৪০ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। এটিও আবহাওয়া খারাপ থাকায় ঢাকায় অবতরণ করে। পরে বেলা ১১টা ১৮ মিনিটে ২০৩ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে ফিরে আসে।

ইউএস-বাংলার বিএস ৩২২ মাসকাট-চট্টগ্রাম ফ্লাইটটি সকাল ৯টা ৫ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। এটিও আবহাওয়া খারাপ থাকায় ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এতে যাত্রী ছিল ১৫৭ জন। পরে ফ্লাইটটি দুপুর ১২টা ২৬ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে ফিরে আসে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল