হোম > সারা দেশ > চট্টগ্রাম

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা ও দুই ছেলের, হাসপাতালে ভর্তি মেয়ে

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা ও দুই ছেলে নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি মেয়ে সুমাইয়া।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বড় উঠান ইউনিয়নের ডাকপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কোহিনুর আকতার (৪০), তাঁর দুই ছেলে মো. মানিক (২০) ও মো. মিরাজ (১৭)। মানিক অনার্সে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। মিরাজ সদ্য এসএসসি পরীক্ষা শেষ করেছিল। আহত সুমাইয়া (৮) চতুর্থ শ্রেণির ছাত্রী।

কোহিনুর পটিয়া উপজেলার জিরি গ্রামের শফিউল আলমের স্ত্রী এবং আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের গুন্দ্বীপপাড়া গ্রামের মৃত আবদুস শুক্কুরের মেয়ে। 
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্বামীর বাড়ি থেকে তিন সন্তানকে নিয়ে অটোরিকশায় চড়ে বাবার বাসায় যাচ্ছিলেন কোহিনুর। পথে ডাকপাড়া এলাকায় পৌঁছালে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন কোহিনুর। আহত অবস্থায় তাঁর দুই ছেলে মানিক, মিরাজ ও শিশু কন্যা সুমাইয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারা যায় তাঁর দুই ছেলে।

স্বজনেরা বলেন, মুহূর্তেই সাজানো-গোছানো পুরো পরিবার শেষ হয়ে গেল। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে ছোট শিশুটি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বলেন, ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। চমেক হাসপাতালে তাঁর দুই ছেলে মারা গেছেন। তাদের চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক পলাতক।

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত