হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে আরও ৬ জনের করোনা, শনাক্ত ছাড়াল অর্ধশত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবিটি এআই দিয়ে তৈরি

চট্টগ্রামে আরও ছয়জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় চলতি মাসে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। আজ শুক্রবার সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। চারটি কেন্দ্রে ৮১ জনের নমুনা পরীক্ষা করে এই ছয়জন রোগী শনাক্ত হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একজন, বেসরকারি শেভরন হাসপাতালে দুজন, ন্যাশনাল হাসপাতালে একজন ও মেট্রোপলিটন হাসপাতালে দুজনের করোনা শনাক্ত হয়। তাঁরা সবাই মহানগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, ৪ জুন থেকে এই পর্যন্ত ৫৬ জনের শরীরে কোভিড পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ৪৯ জনই মহানগরীর বাসিন্দা। কোভিডে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে।

করোনাভাইরাস নতুন করে সংক্রমণ শুরুর পর রোগীদের চিকিৎসায় চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত মেমন-২ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া নগরের আন্দরকিল্লায় অবস্থিত ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২০টি আইসোলেশন শয্যা প্রস্তুত করা হয়েছে। সেখানে পাঁচটি আইসিইউ শয্যা রয়েছে। এর মধ্যে এই হাসপাতালটিতে কয়েকজন রোগী চিকিৎসা নিচ্ছে।

অন্যদিকে সদরঘাটে অবস্থিত মেমন-২ হাসপাতালেও ২০টি আইসোলেশন শয্যা প্রস্তুত করা রয়েছে। এ ছাড়া চমেক হাসপাতালে ৫০ শয্যাবিশিষ্ট কোভিড ওয়ার্ড খুলেছে কর্তৃপক্ষ। বিভিন্ন বেসরকারি হাসপাতালের পাশাপাশি কোভিড পরীক্ষা করা হচ্ছে চমেক হাসপাতাল ও জেনারেল হাসপাতালেও।

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ