হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়ায় আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে মো. খায়রুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মনিয়ন্দ ইউনিয়নের সীমান্তবর্তী শিবনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে আখাউড়া থানার উপপরিদর্শক জাকিরের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের সীমান্তবর্তী শিবনগর এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি সোহেল ও সেলিমসহ কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় কনস্টেবল মো. খাইরুল ঝাঁপ দিয়ে সোহেলকে ধরে ফেলে। কিন্তু কনস্টেবল খায়রুল কিছু বুঝে ওঠার আগেই সেলিম ছুরি দিয়ে পেটের বাঁ পাশে একাধিকবার ও মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে অন্য পুলিশ সদস্যরা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১১টার দিকে খায়রুলকে ঢাকায় পাঠানো হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারে আখাউড়া থানার পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি জানিয়েছেন।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির