হোম > সারা দেশ > কুমিল্লা

এমপি বাহারকে এলাকা ছাড়ার নির্দেশ ইসির

মারুফ কিবরিয়া, কুমিল্লা থেকে

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের সংসদ সদস্য (কুমিল্লা-৬) আ ক ম বাহাউদ্দিন বাহারকে এলাকা ছাড়তে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী আজকের পত্রিকা’কে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রচারের শুরুতেও আ ক ম বাহাউদ্দিনকে সতর্ক করা হয়েছিল।

এর আগে, কুসিক নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ক্ষমতাসীন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করে চিঠি দেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মো. মনিরুল হক সাক্কু।

চিঠিতে বাহাউদ্দিনের বিরুদ্ধে নির্বাচনী এলাকায় অবস্থান, দলীয় কার্যালয় ও বিভিন্ন হল ব্যবহার করে মহানগর, আদর্শ সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলার নেতা-কর্মীদের নিয়ে সভা, প্রচার-প্রচারণা করার অভিযোগ করা হয়। একই সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসার প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনী কার্যক্রম চালানোর অভিযোগও আনা হয়।

তখন রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানিয়েছিলেন, ‘অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।’

কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন

তবে সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছিলেন।

কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

দাবি পূরণে প্রয়োজনে আবারও ৫ আগস্ট হবে: ৮ দলের সমাবেশে জামায়াত আমির

কর্ণফুলীতে অস্ত্রসহ যুবক আটক

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি