হোম > সারা দেশ > খাগড়াছড়ি

প্রেমের টানে পাকিস্তানি যুবক মাটিরাঙ্গায়

খাগড়াছড়ি প্রতিনিধি 

আলীম উদ্দিন। ছবি; সংগৃহীত

ফেসবুকে পরিচয়ের সূত্রে ধরে প্রেম। সেই প্রেমের টানে পাকিস্তানি যুবক আলীম উদ্দিন (২৮) এসেছেন খাগড়াছড়ি মাটিরাঙ্গায়। তিনি পাকিস্তানের লাহোরের বাসিন্দা এবং মৃত জেমীল উদ্দিনের ছেলে।

জানা যায়, প্রায় ৮ মাস আগে আলীম উদ্দিনের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) তার পরিচয় হয় তাহমিনা আক্তার বৃষ্টির। তিনি মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের বাসিন্দা আবুল হোসেনের মেয়ে এবং খাগড়াছড়ি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

প্রেমের সম্পর্কের ইতি টানতে আলীম গত ১১ ডিসেম্বর পাকিস্তান থেকে চট্টগ্রামে আসেন। নগরীর বেস্ট ওয়েস্টার্ন হোটেলে আট দিন অবস্থান করার পর ১৯ ডিসেম্বর খাগড়াছড়ি পৌঁছান এবং বৃষ্টির সঙ্গে কোর্ট ম্যারেজ করেন। পরে আবার চট্টগ্রামে ফিরে যান।

২২ ডিসেম্বর বেলছড়ি এলাকায় পরিবারের উপস্থিতিতে পুনরায় তাদের বিয়ে সম্পন্ন হয় বলে জানান বৃষ্টির বাবা আবুল হোসেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোচনা শুরু হয়।

আলীম উদ্দিন জানান, মেয়ের পাসপোর্ট-ভিসার কাজ সম্পন্ন হলে তাকে নিয়ে পাকিস্তানে ফিরে যাবেন। বৃষ্টির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার বাবা বিষয়টি এড়িয়ে যাওয়ায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বৃষ্টির বাবা আবুল হোসেন বলেন, ‘প্রথমে সম্পর্ক মেনে নিতে না চাইলেও পরে উভয়ই প্রাপ্ত বয়স্ক হওয়ায় এবং বিয়ে হয়ে যাওয়ায় আমরা মেনে নিয়েছি।’

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রাষ্ট্রীয় বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু