হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে আবাসিক ভবন থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে আবাসিক ভবন থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুর শহরের পালপাড়া আবাসিক ভবন থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার শহরের ১০ নম্বর ওয়ার্ড পালপাড়া শাহজাহান পাটোয়ারীর বাড়ির দ্বিতীয় তলা থেকে লাশ উদ্ধার করা হয়। এ সময় স্ত্রীর লাশ মেঝেতে ও স্বামীর লাশ রুমে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পুলিশ।

মৃত ব্যক্তিরা হলেন সবুজ আহমেদ (৪০), তিনি ঢাকার যাত্রাবাড়ী দনিয়া মাদ্রাসা রোড এলাকার জিন্নাত আলীর ছেলে এবং স্ত্রী শিউলী আক্তার (৩৫), চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের আবু তাহেরের মেয়ে।

শিউলীর স্বজনেরা জানান, তাঁরা (স্বামী-স্ত্রী) শাহজাহান পাটোয়ারীর বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। শিউলীর ইউনিভিশন নামের নিজস্ব একটি ওষুধ কোম্পানি আছে। ওই কোম্পানিতে তাঁরা দুজনে কাজ করতেন।

বাড়ির মালিক শাহজাহান পাটোয়ারী বলেন, সবুজ আহমেদ ও শিউলী আক্তার ৬ মাস ধরে আমার ভবনে ভাড়া থাকতেন। দুপুরে শিউলী আক্তারের মা দরজা খোলা না পেয়ে আমাদের জানান। পরে ৯৯৯ কল দিয়ে পুলিশকে অবগত করা হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শিউলী আক্তারের মা খুরশিদা বলেন, সবুজ আমার মেয়ের দ্বিতীয় স্বামী। সকাল থেকে শিউলীর মোবাইল ফোনে কয়েকবার কল করি। কিন্তু সে কল রিসিভ না করায় বাসায় এসে দেখি ভেতর থেকে দরজা বন্ধ। এরপর বাড়ির মালিক ও পুলিশের সহায়তায় তাঁদের লাশ উদ্ধার করি। শিউলীর প্রথম সংসারে রাফসান ও রাফি নামের দুই সন্তান রয়েছে।

ছেলে রাফসান ও রাফি জানায়, ‘আমরা মায়ের সঙ্গে থাকতাম না। আমরা শহরের চেয়ারম্যানঘাট এলাকার একটি ভাড়া বাসায় থাকি। মা প্রতি মাসে সেই ভাড়ার টাকা পরিশোধ করতেন।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রী আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। স্বামী সবুজ ঝুলন্ত অবস্থায় ও স্ত্রী শিউলী ঘরের মেঝেতে পড়ে ছিল। তবে শিউলীর গলায় কালো চিহ্ন রয়েছে। লাশ দুটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ