হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়িতে বলী চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

খাগড়াছড়ি প্রতিনিধি 

খাগড়াছড়িতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী বলীখেলা। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়িতে বলী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী বলীখেলা। পুরুষ বিভাগে কুমিল্লার বাঘা শরীফ চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় কুমিল্লার মো. রাশেদ। নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন খাগড়াছড়ি সদরের পাহাড়ি মেয়ে মাশিনুর মারমা।

চ্যাম্পিয়ন বাঘা শরীফ বলেন, ‘চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলায় দুবার চ্যাম্পিয়ন ও কক্সবাজারের জেলা প্রশাসকের আয়োজনে বলীখেলায় দুবার চ্যাম্পিয়ন হয়েছি। এই প্রথম খাগড়াছড়িতে আজ বলীখেলায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়ে ভালো লাগছে।’

দেশের বিভিন্ন জেলা থেকে পুরুষ বিভাগে ২৪ এবং নারী বিভাগে ১৪ বলীসহ ৩৮ জন বলীখেলায় অংশগ্রহণ করেন। খেলা দেখতে বৃষ্টিতে ভিজে জেলার বিভিন্ন প্রান্ত থেকে স্টেডিয়ামে ভিড় করে কয়েক হাজার মানুষ।

মঙ্গলবার (১০ জুন) বিকেল ৪টায় মর্মসিংহ ত্রিপুরার সভাপতিত্বে বলীখেলার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

আয়োজকেরা জানান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশালসহ বিভিন্ন অঞ্চল থেকে ৩৮ জন নারী-পুরুষ বলীখেলায় অংশগ্রহণ করেন।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ২০৩ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বিজয়ীদের হাতে মেডেল, ট্রফি ও নগদ অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর জোনের কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম, পুলিশ সুপার আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ