হোম > সারা দেশ > চট্টগ্রাম

বোতলজাত পানির ব্যানার লাগিয়ে ইয়াবা পাচার করেন তাঁরা: পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গ্রামের লোহাগাড়ায় ৪ কোটি ৮০ লাখ টাকার মূল্যের ইয়াবা, রিভলবার ও ৪০ রাউন্ড গুলিসহ কার্গো ভ্যান চালক ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, গাড়িতে ‘অ্যাকুয়াফিনা’ নামে একটি বোতলজাত খাবার পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের ব্যানার লাগিয়ে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে কার্গো ভ্যানে করে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাচার করছিলেন।

আজ শুক্রবার চট্টগ্রাম মহানগরীর ষোলোশহর জেলা পুলিশ লাইন কার্যালয়ে এক সংবাদ সম্মেলন ইয়াবা, অস্ত্র ও জড়িতদের গ্রেপ্তারের বিষয়টি জানায় পুলিশ। তাঁদের গতকাল বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, কার্গো ভ্যানের চালক ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার গালাগাও গ্রামের নুরুউদ্দিনের ছেলে মো. ফরিদ মিয়া (২৫) ও চালকের সহকারী চট্টগ্রামে জোরারগঞ্জ থানার সোনা পাহাড় এলাকার সামশুল হকের ছেলে নুর হোসেন সবুজ। 

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার (প্রশাসন ও অর্থ) মো. কবীর আহম্মেদ বলেন, একটি সংঘবদ্ধ মাদক ও অস্ত্র পাচারকারী চক্র অনেক দিন ধরে কক্সবাজার থেকে ইয়াবার বড় চালান কার্গোযোগে ঢাকায় পাচার করছিল—পুলিশের কাছে এমন তথ্য ছিল। কিন্তু তাঁদের ধরা যাচ্ছিল না। অবশেষে গতকাল রাতে কক্সবাজার শহরের লিংক রোড থেকে কার্গো ভ্যানটি ইয়াবা ও অস্ত্র নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে—এমন খবর পায় পুলিশ। 

গতকাল রাত ১০টার দিকে কার্গো ভ্যানটি থামিয়ে তল্লাশির পর চালকের সিটের পেছনে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৬টি প্যাকেট জব্দ করা হয়। প্যাকেটগুলোতে ৪ কোটি ৮০ লাখ টাকার মূল্যের ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ ছাড়া চালকের কোমরে গোজানা অবস্থায় একটি দেশীয় তৈরি রিভলবার ও ৪০ রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ঘটনায় চালকের সঙ্গে থাকা সহকারীকেও গ্রেপ্তার করা হয়।

কবীর আহম্মেদ বলেন, অভিযুক্তরা বিশুদ্ধ পানি সরবরাহের একটি স্বনামধন্য পানীয় প্রতিষ্ঠানের ব্যানার গাড়িতে লাগিয়ে দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার করে যাচ্ছিলেন। মূলত ইয়াবাগুলো ঢাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় লোহাগাড়া থানায় মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে। 

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, এ ঘটনায় জব্দ পিস্তলটি মূলত মাদক কারবারিরা আত্মরক্ষার উদ্দেশ্যে রেখেছিলেন। 

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত