হোম > সারা দেশ > চট্টগ্রাম

১৪ মে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের প্রতিনিধি সভা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

আসছে জাতীয় সংসদের নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের সংগঠিত করার লক্ষ্যে প্রতিনিধি সভার আয়োজন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ। আগামী ১৪ মে (শনিবার) প্রতিনিধি সভায় যোগ দেবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা। 

জানা যায়, দক্ষিণ জেলা আওয়ামী লীগের আওতাধীন ৮টি উপজেলার তৃণমূলের নেতা-কর্মীরা প্রতিনিধি সভায় ৩ হাজার নেতা-কর্মী ও নৌকা প্রতীকে নির্বাচিত জনপ্রতিনিধিরা অংশ নেবেন। চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই প্রতিনিধি সভা। 

দিনব্যাপী জেলা আওয়ামী লীগের তৃণমূলের প্রতিনিধি সভায় কেন্দ্রীয় নেতারা শুনবেন তৃণমূলের নেতা-কর্মীদের অভাব-অভিযোগের কথা। 

এই ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, ১৪ মে (শনিবার) সকাল ৯টা থেকে তৃণমূলের প্রতিনিধি সভা শুরু হবে। তৃণমূলের ৩ হাজার নেতা-কর্মী উপস্থিত থাকবেন। সভায় জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটি, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী, পৌরসভা, ইউনিট, ওয়ার্ড কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের ২০ জন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন। 

মফিজুর রহমান আরও জানান, নৌকা প্রতীকে নির্বাচিত আওয়ামী লীগের জনপ্রতিনিধিরা (উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান) উপস্থিত থাকবেন। জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসমূহকে সুসংহত করতে এই সভা বলে জানান জেলা আওয়ামী লীগের এ নেতা। 

দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সেলিম নবী বলেন, দীর্ঘদিন পর তৃণমূল নেতা-কর্মীদের মিলন মেলায় পরিণত হবে এই সম্মেলন। নেতা কর্মীদের ইচ্ছায় উঠে আসবে পরীক্ষিত নেতৃত্ব, যা দলকে করবে আরও গতিশীল। 

এদিকে তৃণমূলের এ প্রতিনিধি সভায় উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, যুগ্ম সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ চট্টগ্রামের মন্ত্রী এবং দক্ষিণ জেলার সকল এমপি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

জেলা আওয়ামী লীগ কার্যালয় সূত্রে জানা যায়, ১৪ মে অনুষ্ঠিতব্য তৃণমূল সভার পরপরই চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের চার উপজেলার সম্মেলন হবে। তাদের মধ্যে বোয়ালখালী, বাঁশখালী, আনোয়ারা ও কর্ণফুলী। জুলাইয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন। এই লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ জেলা আওয়ামী লীগ। 
 
বাকি ৪ উপজেলার মধ্যে পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া উপজেলার সম্মেলন আগেই হয়েছে। তবে যেসব উপজেলায় ওয়ার্ড এবং ইউনিয়নের সম্মেলন বাকি আছে সেখানে সম্মেলন হবে।

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে