হোম > সারা দেশ > চট্টগ্রাম

লোকোমাস্টারদের মারধরের প্রতিবাদে শাটল ট্রেন বন্ধ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

মারধরের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন চালাচ্ছেন না লোকোমাস্টাররা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ রোববার সকাল থেকে শাটল ট্রেন চলবে বললেও ট্রেন চলা শুরু না হওয়ায় শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। তবে শিক্ষার্থীদের ক্লাস, পরীক্ষা ও তাৎক্ষণিক সমস্যা বিবেচনায় নিয়ে আটটি বাসের ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা ট্রেন চলাচলের বিষয়ে কাজ করছি। শিক্ষার্থীদের জন্য আটটি বাস বরাদ্দ রাখা হয়েছে। সকাল ৯টায় পাঁচটি ষোলশহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে গেছে। আর তিনটি একই সময়ে বটতলী থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে গেছে। ক্লাস-পরীক্ষা যথাসময়ে হবে।’ 

এর আগে গত বৃহস্পতিবার শাটল ট্রেন দুর্ঘটনাকে কেন্দ্র করে ট্রেনের লোকোমাস্টারদের মারধর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। একপর্যায়ে ট্রেন স্টেশনে রেখেই দুই লোকমাস্টার ও গার্ড পালিয়ে যান। এরপর থেকে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শাটল ট্রেন না চালানোর সিদ্ধান্ত নেন লোকমাস্টাররা।

পরবর্তীতে শনিবার রাতে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা দেয়, রোববার থেকে নিয়মিত সময়সূচিতে শাটল ট্রেন চলবে। কর্তৃপক্ষের এমন ঘোষণার পর শিক্ষার্থীরা সকাল থেকে রেলস্টেশনে আসতে শুরু করেন। এসে দেখেন ট্রেন চলছে না।

চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবিদুর রহমান বলেন, ‘আমরা ট্রেন চলাচলের চেষ্টা করছি। আশা করি আলোচনার মাধ্যমে বিষয়টি অল্প সময়ের মধ্যে সমাধান হবে।’

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে