হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘তোমাদের জন্যই বেঁচে ফিরলাম’, দুই মেয়েকে কোলে নিয়ে এমভি আবদুল্লাহর প্রধান 

জমির উদ্দিন, বন্দর থেকে

জাহাজ থেকে নেমেই দৌড়ে জড়িয়ে ধরেন দুই মেয়েকে। দুই হাতে দুজনকে কোলে নিয়ে শুরু হয় বাবার জমানো আদর। চোখে অশ্রু, মুখে মুক্তির আনন্দ। আদর করতে করতে দুই মেয়েকে বাবা বললেন, ‘মা আমি কতই যে সৌভাগ্যবান। তোমাদের জন্যই যে বেঁচে ফিরলাম।’

এমভি আবদুল্লাহর প্রধান কর্মকর্তা মো. আতিক উল্লাহ খানের চোখে যেন আনন্দের জল। আজ মঙ্গলবার বিকেল ৪টায় ২৩ নাবিক যখন বন্দর জেটিতে ভিড়েন, কয়েক হাজার উৎসুক জনতার ভিড়। শুধু তাঁদের এক নজর দেখার অপেক্ষায়।

এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে কুতুবদিয়া থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে ২৩ নাবিক নিয়ে রওনা দেয় এমভি জাহান মনি-৩। বিকেল ৪টায় অবসান হয় অপেক্ষার। হালকা লাল রঙের জাহাজটিতে দেখে বন্দর জেটিতে খুশির রোল পড়ে। দূর থেকে হাত নেড়ে নাবিকেরা জানান দেন, বন্দী জীবন থেকে মুক্ত জীবনে তাঁরা। তাঁদের যেন অভিবাদন জানায় নদীও। গোমড়া মুখে থাকা কর্ণফুলী খরস্রোতা নদীতে মৃদু বাতাস বইতে শুরু করে।

বন্দর জেটিতে নোঙর করার পর একে একে নেমে পড়েন ২৩ নাবিক। এদের কেউ সেলফি ‍তুলতে ব্যস্ত। আর কেউ স্বজনদের সঙ্গে কথা বলতে। এদিন ২৩ নাবিকের মধ্যে ১০ পরিবার বন্দর জেটিতে আসেন।

প্রধান কর্মকর্তা মো. আতিক উল্লাহ বড় মেয়ে ইয়াশরা ফাতেমা ও মেজ মেয়ে উনাইজা মেহবিন বাবাকে এক নজরে দেখতে আসে। জাহাজ থেকে নেমেই দুই মেয়েকে কোলে নিয়ে আতিক উল্লাহ খান কেঁদে দেন।

তিনি এ সময় সাংবাদিকদের বলেন, ‘দেশে ফিরতে ফিরেছি, এর জন্য শোকরিয়া। সরকার ও মালিকপক্ষকে ধন্যবাদ।’

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি