হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘তোমাদের জন্যই বেঁচে ফিরলাম’, দুই মেয়েকে কোলে নিয়ে এমভি আবদুল্লাহর প্রধান 

জমির উদ্দিন, বন্দর থেকে

জাহাজ থেকে নেমেই দৌড়ে জড়িয়ে ধরেন দুই মেয়েকে। দুই হাতে দুজনকে কোলে নিয়ে শুরু হয় বাবার জমানো আদর। চোখে অশ্রু, মুখে মুক্তির আনন্দ। আদর করতে করতে দুই মেয়েকে বাবা বললেন, ‘মা আমি কতই যে সৌভাগ্যবান। তোমাদের জন্যই যে বেঁচে ফিরলাম।’

এমভি আবদুল্লাহর প্রধান কর্মকর্তা মো. আতিক উল্লাহ খানের চোখে যেন আনন্দের জল। আজ মঙ্গলবার বিকেল ৪টায় ২৩ নাবিক যখন বন্দর জেটিতে ভিড়েন, কয়েক হাজার উৎসুক জনতার ভিড়। শুধু তাঁদের এক নজর দেখার অপেক্ষায়।

এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে কুতুবদিয়া থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে ২৩ নাবিক নিয়ে রওনা দেয় এমভি জাহান মনি-৩। বিকেল ৪টায় অবসান হয় অপেক্ষার। হালকা লাল রঙের জাহাজটিতে দেখে বন্দর জেটিতে খুশির রোল পড়ে। দূর থেকে হাত নেড়ে নাবিকেরা জানান দেন, বন্দী জীবন থেকে মুক্ত জীবনে তাঁরা। তাঁদের যেন অভিবাদন জানায় নদীও। গোমড়া মুখে থাকা কর্ণফুলী খরস্রোতা নদীতে মৃদু বাতাস বইতে শুরু করে।

বন্দর জেটিতে নোঙর করার পর একে একে নেমে পড়েন ২৩ নাবিক। এদের কেউ সেলফি ‍তুলতে ব্যস্ত। আর কেউ স্বজনদের সঙ্গে কথা বলতে। এদিন ২৩ নাবিকের মধ্যে ১০ পরিবার বন্দর জেটিতে আসেন।

প্রধান কর্মকর্তা মো. আতিক উল্লাহ বড় মেয়ে ইয়াশরা ফাতেমা ও মেজ মেয়ে উনাইজা মেহবিন বাবাকে এক নজরে দেখতে আসে। জাহাজ থেকে নেমেই দুই মেয়েকে কোলে নিয়ে আতিক উল্লাহ খান কেঁদে দেন।

তিনি এ সময় সাংবাদিকদের বলেন, ‘দেশে ফিরতে ফিরেছি, এর জন্য শোকরিয়া। সরকার ও মালিকপক্ষকে ধন্যবাদ।’

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা