হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

কমলনগরে আওয়ামী লীগের এক নেতাকে আরেক নেতার মারধর, মামলা

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে আওয়ামী লীগের এক ইউনিয়ন সভাপতিকে পিটিয়ে আহত করলেন আরেক ইউনিয়নের সাধারণ সম্পাদক। জমি নিয়ে বিরোধের জেরে গতকাল শুক্রবার বিকেলের ওই হামলার ঘটনায় ১৩ জনকে অভিযুক্ত করে কমলনগর থানায় মামলা করা হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের চরজগবন্ধু এলাকায় প্রায় এক বছর ধরে আবু বকর ছিদ্দিকের মালিকানাধীন জমি দখলের চেষ্টা চলছে। আবু বকর কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এ ঘটনায় তিনি ২০২৩ সালে আদালতে মামলা করেন। আদালত স্থানীয় ভূমি অফিসকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবু বকর ছিদ্দিকের পক্ষে প্রতিবেদন দেন। সেই আলোকে আদালত গত ১৩ জুন আসামিপক্ষকে জমিতে অনধিকার প্রবেশে নিষেধাজ্ঞা দেন।

গতকাল শুক্রবার আবু বকর ছিদ্দিক জমি চাষ দিতে ট্রাক্টর নামালে চর ফলকন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রিপন ও তাঁর লোকজন হামলা চালায়। তাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখান থেকে তাঁকে লক্ষ্মীপুরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।

চরফলকন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রিপন বলেন, ‘চরজগবন্ধু মাতব্বরহাট এলাকায় আমার চাচা আমজাদ হোসেনের কিছু জমি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হয়। এই সুযোগে ছিদ্দিক মাতব্বর অন্য এক লোকের নামে নথিভুক্ত করে নেন। আমাদের সম্পত্তি পুনরুদ্ধারে আদালতে মামলা চলমান।’

সাইফুদ্দিন রিপন আরও বলেন, ‘আমার চাচার জমি নিয়ে ছিদ্দিক মাতব্বর কোনো বাড়াবাড়ি করবেন না মর্মে প্রায় সময়ই চাচার কাছ থেকে টাকা-পয়সা নিয়েছেন। গতকাল শুক্রবার সকালে হঠাৎ জমিতে ট্রাক্টর নামালে বাড়ির মহিলারা তাঁকে ধাওয়া দেয়। তিনি দৌড়ে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পান। আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই।’

এ বিষয়ে জানতে চাইলে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তওহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আওয়ামী লীগ নেতা আবু বকর ছিদ্দিক মাতব্বরকে পিটিয়ে আহত করার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের