হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়া সীমান্তে ৪ কোটি টাকার ইয়াবা উদ্ধার

প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ার বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সংলগ্ন এলাকায় ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকারীদের সঙ্গে বিজিবির গোলাগুলি হয়। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি। 

শুক্রবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের গোলডেবার পাহাড় নামক স্থানে এঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে শনিবার সকালে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, 'গোপন সংবাদ পেয়ে কক্সবাজার ৩৪ বিজিবির অধীনের রেজুআমতলী বিওপির সদস্যরা অভিযানে গেলে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে অতর্কিতভাবে গুলিবর্ষণ করতে থাকে। এ সময় বিজিবিও আত্মরক্ষার্থে দুই রাউন্ড পাল্টা গুলি ছুড়লে পাচারকারীরা তাঁদের সঙ্গে রাখা ব্যাগ ফেলে পাহাড়ি জঙ্গল হয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।' 

৩৪ বিজিবির অধিনায়ক আরও জানান, 'ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি ২০ লাখ টাকা। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

গত ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দায়িত্বপূর্ণ এলাকায় ২৯ লাখ ৫০ হাজার ২৬২ ইয়াবাসহ ১৫১ জন আসামি আটক করেছে বিজিবির কক্সবাজারের ৩৪ ব্যাটালিয়ন।

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ