হোম > সারা দেশ > চট্টগ্রাম

গার্মেন্টস এক্সেসরিজের অন্তরালে পাচার হচ্ছিল ৮ কোটি টাকার স্বর্ণ

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গার্মেন্টস এক্সেসরিজের অন্তরালে ৮ কোটি টাকা মূল্যের স্বর্ণ পাচারকালে দুজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটকরা হলেন-শ্যামলীর মাশফি এন্টারপ্রাইজের সিঅ্যান্ডএফ কর্মী ফিরোজ আলম (২৫) ও মোহাম্মদ নিয়াতুল্লাহ (৪০)। 

বিমানবন্দরের এয়ারফ্রাইট ইউনিটে আজ রোববার সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মো. আব্দুর রউফ। 

ড. মো. আব্দুর রউফ বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে রোববার দুপুর সাড়ে ১২টায় বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে স্বর্ণের চালানটি পাচারের প্রাক্কালে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১১.১২৬ কেজি ওজনের ৯৬টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম। জব্দকৃত এসব স্বর্ণের বাজার মূল্য ৭ কোটি ৮০ লাখ টাকা।’ 

ডিজি আব্দুর রউফ বলেন, ‘ইনভেন্ট্রিকালে গত ১০ ফেব্রুয়ারির বিল অব এন্ট্রি-১২০০৫৬ এর মাধ্যমে আমদানি করা ফেব্রিকসের ভাঁজের মধ্যে দুটি সাদা প্লাস্টিকে মোড়ানো প্যাকেট পাওয়া যায়। প্যাকেট দুটি খুলে মেটাল বাটনের ভেতরে কালো স্কচটেপ মোড়ানো চারটি বান্ডিল ছিল। বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে প্রতিটি বান্ডিল থেকে ১৬টি করে ৭.৪২ কেজি ওজনের ৬৪টি স্বর্ণবার পাওয়া যায়। এছাড়াও গত ২০ ফেব্রুয়ারির বিল অব এন্ট্রি নম্বর-১৪২৪৫২ নম্বরের মাধ্যমে আগত আমদানি করা ফেব্রিকস থেকে একটি সাদা প্লাস্টিকে মোড়ানো প্যাকেট পাওয়া যায়। প্যাকেটটি খুলে মেটাল বাটনের ভেতরে কালো স্কচটেপ মোড়ানো দুটি বান্ডিল পাওয়া যায়। যার প্রতিটি বান্ডিল থেকে ১৬টি করে ৩২টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৩.৭১২ কেজি।’ 

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক বলেন, ‘জব্দকৃত এসব স্বর্ণের আমদানিকারক হলো চট্টগ্রামের পতেঙ্গা ও উত্তরার বেস্টেক বিডি লি. এবং চট্টগ্রাম ষোলশহরের ইস্টার্ন অ্যাপারেলস লিমিটেড। বেস্টেক বিডি এবং ইস্টার্ন অ্যাপারেলস রাজধানীর শ্যামলীর মাশফি এন্টারপ্রাইজ নামক একটি সিঅ্যান্ডএফ এজেন্টের মাধ্যমে ফেব্রিকস ঘোষণায় স্বর্ণবারগুলো আনা হয়েছিল।’ 

মহাপরিচালক বলেন, ‘ফেব্রিকসের মধ্যে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে স্বর্ণ বারসমূহ অবৈধভাবে সরকারি ধার্যকৃত শুল্ককরাদি ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছিল। আটককৃত স্বর্ণবারগুলো কাস্টম হাউসের শুল্ক গুদামে জমা প্রদান করা হবে। সেই সঙ্গে আটককৃত দুজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা এবং একটি ফৌজদারি মামলা করা হবে।’ 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির