হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবি থেকে ফের অজগর সাপ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাস থেকে পাঁচ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে সাপটিকে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদসংলগ্ন বাজারে গহিন জঙ্গলে অবমুক্ত করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়ির পাশ থেকে সাপটি উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিকুল ইসলাম।

রফিকুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিফাত আমাকে খবর দিলে আমরা কলার ঝুপড়িতে এসে সাপটিকে দড়ি বাঁধা অবস্থায় পাই। ঝুপড়ির দোকানের একটি ছেলে সাপটিকে আশপাশে দেখে দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসে। আমরা সাপটিক উদ্ধার করে জীববিজ্ঞান অনুষদসংলগ্ন জঙ্গলে অবমুক্ত করেছি।’ 

এই শিক্ষার্থী আরও বলেন, ‘সাপটি বর্মিজ পাইথন (Python bivittatus)। এটি ৫ ফুট লম্বা হবে এবং ওজন প্রায় ২ কেজির মতো। অজগর সাপ অবিষধর সাপ। খাবারের সন্ধানে এরা মাঝেমধ্যে লোকালয়ে চলে আসে। মানুষ বিরক্ত না করলে এরা কোনো ক্ষতি করে না।’ 

এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটে এসে আটকা পড়ে ১২ ফুট দৈর্ঘ্য ও ১৮ কেজি ওজনের বিশালাকৃতির একটি অজগর সাপ। পরে সাপটিকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের অদূরে একটি পাহাড়ে ছেড়ে দেওয়া হয়। 

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প