হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে পৃথক স্থান থেকে আইস ও ইয়াবা জব্দ, রোহিঙ্গাসহ আটক ২ 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে দুই কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে ৫৮ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় এক রোহিঙ্গাসহ দুজনকে আটক করা হয়েছে। 

আজ বুধবার পৃথক অভিযান চালানোর কথা জানিয়েছে র‍্যাব ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী। 

আটকেরা হলেন—জাদিমুরা এলাকার নজির আহম্মদের ছেলে খাইরুল বশর (৩২) ও উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা আশ্রয় শিবিরের আবদুল আমিন (৩০)। 

অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী বলেন, মিয়ানমার থেকে অবৈধভাবে ক্রিস্টাল মেথ পাচার হওয়ার খবরের আজ সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অভিযান চালায় র‍্যাব। এ সময় খাইরুল বশর নামের এক মাদক কারবারিকে আটক করে র‍্যাব। পরে তাঁর হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১০ কোটি টাকা মূল্যের দুই কেজি আইস জব্দ করা হয়। 

অপরদিকে বালুখালী রোহিঙ্গা আশ্রয় শিবিরের ক্যাম্প ৮ /ই-এতে অভিযান চালিয়ে ৫৮ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আবদুল আমিনকে আটক করা হয়েছে। তাকে ইয়াবা বেচাকেনার সময় আটক করা হয়। এ বিষয়ে টেকনাফ ও উখিয়া থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা