হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় গরুর মাংস ১ হাজার টাকা কেজি!

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

কক্সবাজারের উখিয়ায় শবে বরাতকে কেন্দ্র করে চাহিদা বেড়ে যাওয়ায় অস্বাভাবিক দামে বিক্রি করায় মাংস ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। 

আজ শুক্রবার ভোর থেকেই উপজেলার বিভিন্ন বাজারে মাংসের দোকানের পাশাপাশি মৌসুমি ব্যবসায়ীরাও অস্থায়ী দোকান বসিয়ে চড়া দামে মাংস বিক্রি করেন। কেজি প্রতি ৭০০ টাকা শুরু করে ১০০০ টাকা পর্যন্ত দাম রাখছেন তাঁরা। 

এ ছাড়া কিছু দোকানে ওজন পরিমাপক যন্ত্রে কৌশলে মাপে কম দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। 

এসব অভিযোগের ভিত্তিতে মাংসসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে উখিয়া সদর দারোগা বাজার, কোটবাজার, সোনার পাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। 

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন সজীব দারোগার বাজারের এক মাংস ব্যবসায়ীকে ওজনে কারচুপির দায়ে ১ হাজার টাকা অর্থদণ্ড দেন। 

ইমরান হোসাইন সজীব বলেন, ‘ক্রেতাদের অভিযোগ পেয়ে আমরা অভিযান পরিচালনা করেছি, বিক্রেতাদের সতর্ক করা হয়েছে। অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

বাজারে মাংস কিনতে আসা উখিয়া সদরের বাসিন্দা মোজাম্মেল হক (৩৫) বলেন, ‘এমনিতেই বাজারে দ্রব্যমূল্য নাগালের বাইরে, আজ ফাতিহা (শবে বরাত) হওয়ায় দুই কেজি মাংসের জন্য এসেছিলাম। দুদিন আগেও ৬০০ টাকায় বিক্রি হওয়া মাংস আজ ১ হাজার টাকা চাইতেছে।’ 

এক হাজার টাকা মূল্যে মাংস বিক্রির কথা প্রথমে অস্বীকার করলেও পরে দারোগা বাজারের মাংস ব্যবসায়ী শামুসল আলম বলেন, ‘এবার মাংসের দাম একটু বেশি রাখতে হচ্ছে। কারণ বেশি দামে গরু কিনেছি। সকালের দিকে সাতশ/আটশ টাকা কেজি দরে বেচেছি।’

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির