চট্টগ্রামে তরুণীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগে মাঈন উদ্দিন হিরণ চৌধুরী (৪০) নামে ওই তরুনীর সাবেক প্রেমিককে আটক করেছে র্যাব। গতকাল শনিবার রাতে চকবাজার থানাধীন দামপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
অভিযুক্ত যুবক চট্টগ্রামের রাউজান উপজেলার মধ্যম কদলপুর গ্রামের আবু তাহের চৌধুরীর ছেলে।
র্যাব-৭-এর জনসংযোগ কর্মকর্তা মো. নুরুল আবছার বলেন, বছরখানেক আগে পরিচয় থেকে ভিকটিমের সঙ্গে মাঈন উদ্দিন হিরণের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একটি সময় অভিযুক্ত যুবক ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনাটি নিয়ে ওই যুবক তখন মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন।
পরে ভিডিও দেখিয়ে বিভিন্ন সময় ওই তরুণীকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। এতে বিফল হয়ে পরে ওই যুবক ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়।
ওই তরুণীর একটি অভিযোগ পেয়ে পরে র্যাব অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।
এ সময় তাঁর কাছ থেকে মোবাইল, আপত্তিকর ছবির স্ক্রিনশট ও তরুণীর সঙ্গে কথোপকথনের একটি সিডি উদ্ধার করা হয়েছে। পরে অভিযুক্তকে চকবাজার থানা-পুলিশের হাতে তুলে দেওয়া হয়।