চট্টগ্রামের আনোয়ারার বরুমছড়ায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, নগদ টাকা ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় মো. আব্দুল মজিদ (৪২) নামে এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার বরুমছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের একটি বাড়ির পুকুরঘাটের নিচ থেকে তুরস্কের তৈরি একটি একনলা বন্ধুক, একটি এলজি, আট পিস কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
গ্রেপ্তার আব্দুল মজিদ বরুমছড়া ইউনিয়নের একই এলাকার মৃত হাজি মুসলিম আহমদ চৌধুরীর ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে অস্ত্র সংগ্রহ এবং সরঞ্জাম এনে বাড়িতে অস্ত্র তৈরি করে বিভিন্ন স্থানে এগুলো সরবরাহ করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার ব্যক্তির বাড়ির পুকুরঘাটে লুকানো অবস্থায় এসব অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
ওসি মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গা থেকে তিনি অস্ত্র সংগ্রহ করেন এবং নিজে অস্ত্র তৈরিসহ সরবরাহও করেন নিজেই (আব্দুল মজিদ)। এগুলো মনিটরিংয়ের জন্য বাড়ির চারপাশে লাগিয়েছেন সিসি ক্যামেরা। এ ছাড়া যে স্থানে অস্ত্রগুলো রেখেছেন, সেখানেও ক্যামেরা বসিয়েছেন। অস্ত্র ও অস্ত্র তৈরির সব সরঞ্জামের ছবিও নিজের মোবাইল ফোনে সংরক্ষণ করেছেন।’ তিনি আরও বলেন, অস্ত্রসহ আটক ব্যক্তি চট্টগ্রাম শহরে ব্যবসা করেন আর ব্যবসার আড়ালে অস্ত্র তৈরি ও সরবরাহ করেন। তার বিরুদ্ধে পুলিশ পরবর্তী আইনি ব্যবস্থা নিচ্ছে।