হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভোটকেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ: চবি ছাত্রলীগের ২৩ নেতা–কর্মীকে শোকজ

চবি সংবাদদাতা 

দ্বিতীয় ধাপে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় চবি ছাত্রলীগের ২৩ নেতা–কর্মীকে শোকজ করেছে তদন্ত কমিটি। গতকাল মঙ্গলবার তাঁদের কাছে এই শোকজ নোটিশ পাঠানো হয়। তবে শোকজ করা শিক্ষার্থীদের নাম–ঠিকানা গোপন রাখা হয়েছে। 

তদন্ত কমিটির আহ্বায়ক  ও সহকারী প্রক্টর এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২১ মে ভোট গ্রহণের দিন বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে সংঘর্ষ ও বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কমিটি ছাত্রলীগের ২৩ নেতা–কর্মীকে (শোকজ) চিঠি পাঠিয়েছি। 

‘গতকাল (২৮ মে) তাদের আবাসিক হল, বিভাগ এবং পরিবারের কাছে এ চিঠি পাঠানো হয়। আগামী তিন দিনের মধ্যে তারা ব্যাখ্যা প্রদান করবে। তাদের ব্যাখ্যা প্রদানের পর আমরা আবারও কাজ করব এবং প্রকৃত দোষীদের বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তি প্রদান করা হবে।’

এর আগে গত মঙ্গলবার (২১ মে) হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র দখল ও জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে বিজয় গ্রুপের কর্মী সালাহ উদ্দিনকে কুপিয়ে জখম করে আরেক উপগ্রুপ চুজ ফ্রেন্ডস উইথ কেয়ারের (সিএফসি) নেতা–কর্মীরা। পরে বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হলের সামনে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুই গ্রুপের ১০ নেতা–কর্মী আহত হন।

এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিতে আহ্বায়ক করা হয় সহকারী প্রক্টর এনামুল হককে। সহকারী প্রক্টর মোহাম্মদ রিফাত রহমানকে সচিব এবং সহকারী প্রক্টর তানভীর হাসানকে সদস্য করা হয়। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু