হোম > সারা দেশ > কুমিল্লা

পরীক্ষাকেন্দ্রে গিয়ে শিক্ষার্থী জানাল যে তার করোনা পজিটিভ

 কুমিল্লা প্রতিনিধি 

বিশেষ ব্যবস্থায় আলাদা কক্ষে পরীক্ষা দিচ্ছে করোনা আক্রান্ত শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় পরীক্ষাকেন্দ্রে গিয়ে এক এইচএসসি পরীক্ষার্থী জানায় যে সে করোনাভাইরাসে আক্রান্ত। পরে বিশেষ ব্যবস্থায় ওই পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্র সূত্র জানায়, বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে আসে এক পরীক্ষার্থী। পরীক্ষা শুরুর আগে সে নিজের করোনা পজিটিভ রিপোর্ট উপস্থাপন করলে, কেন্দ্র কর্তৃপক্ষ তাকে আলাদা কক্ষে বসিয়ে পরীক্ষার ব্যবস্থা করে।

ওই শিক্ষার্থী চান্দিনা মহিলা কলেজের মানবিক বিভাগের ছাত্রী বলে জানা গেছে। তাকে আলাদা কক্ষে বসানোর পাশাপাশি একজন আলাদা পরিদর্শক নিয়োগ দেওয়া হয়।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ রোধে আমরা আগেই প্রয়োজনীয় সতর্কতা নিয়েছি। আজকের ঘটনার পর আমরা আরও কঠোর ব্যবস্থা নিচ্ছি।’

ইউএনও আরও জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথম দিনের পরীক্ষায় প্রতিটি কেন্দ্রে মাস্ক বিতরণ করা হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলোতে পরীক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে এবং তা কক্ষে কক্ষে ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের