হোম > সারা দেশ > খাগড়াছড়ি

মিষ্টি কুমড়া নিয়ে এবার পাহাড়ে হইচই

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

গতকাল শনিবার ঢাকার মুন্সিগঞ্জের বিক্রমপুর থেকে চট্টগ্রামের মাইজভান্ডার দরবারে আসা একদল ভক্ত ৬৬ কেজি ওজনের একটি মিষ্টি কুমড়া ছদকা দেন। পরে কুমড়াটি ১৮০০ টাকায় কিনে আনেন খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার ভোলাছোলা গ্রামের কয়েকজন ভক্ত। ডিজিটাল মেশিনে মেপে দেখা যায়, এর ওজন ৬৬ কেজি। এর পর ওই মিষ্টি কুমড়া কেটে বিক্রি ও বিতরণ করার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

অনেকে দাবি করেন, কুমড়াটি ভোলাছোলা গ্রামে উৎপাদিত হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে রোববার সকাল থেকে খাগড়াছড়ি জেলা, মাটিরাঙ্গা, লক্ষ্মীছড়ি, মানিকছড়ি থেকে সংবাদকর্মী ও সাধারণ মানুষ দলে দলে কুমড়া ও কৃষকের সন্ধানে ছুটে আসেন। তবে স্থানীয় বাসিন্দা ক্যাজহ্লা মারমা আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এলাকা থেকে মাইজভান্ডার দরবারের গত শনিবার ভক্তরা গেলে সেখানে একদল ভক্ত এটি বিক্রি করতে চান। ওই সময় তাঁরা আরও জানান, বিক্রমপুর থেকে আসা একদল ভক্ত মিষ্টি কুমড়াটি ছদকা দেন। পরে এখানকার ভক্তরা ১৮০০ টাকা দিয়ে কুমড়াটি কিনে নিয়ে আসেন।’

খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে আসা এক সংবাদকর্মী জানান, ‘আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া তথ্যে জানতে পারি ৬৬ কেজি ওজনের মিষ্টি কুমড়াটি পাহাড়ি জনপদে উৎপাদিত হয়েছে। ফলে এ নিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করতে ছুটে আসা। আসলে এটি পাহাড়ের নয়, বরং বিক্রমপুরের মিষ্টি কুমড়া।’

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের