হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে বন্ধুকে ছুরিকাঘাতে খুন

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামে স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে এক যুবকের বিরুদ্ধে তাঁর বন্ধুকে ছুরিকাঘাতে খুনের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে নগরীর ইপিজেড থানার আকমল আলী রোড বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আইয়ুব নবী সাগর (২৬)। তিনি আকমল আলী রোড এলাকায় থাকতেন এবং স্থানীয় একটি রেস্তোরাঁর কর্মী।

অভিযুক্ত ব্যক্তির নাম সাইমন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। পুলিশ বলেছে, সাইমনসহ তিন ব্যক্তি মিলে খুনের এ ঘটনা ঘটায়। তাঁরা সবাই বন্ধু ছিলেন। পুলিশ ঘটনার পর সিজান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, রাতে স্থানীয় বাসিন্দারা বালুর মাঠ থেকে এক যুবককে ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসেন। এ সময় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে তাঁর মরদেহ হেফাজতে নেয়। এ ছাড়া রাতে নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা আইয়ুব নবী নামের ওই যুবকের লাশ শনাক্ত করেন।

ওসি বলেন, ‘পুলিশ প্রাথমিক তদন্ত করে জানতে পেরেছে, দুজন বন্ধু হলেও তাঁদের মধ্যে কিছু বিষয়ে বিরোধ ছিল। এ ছাড়া সাইমনের স্ত্রীর সঙ্গে নিহত আইয়ুবের পরকীয়া রয়েছে, এমন সন্দেহ ছিল। ধারণা করা হচ্ছে, এটা নিয়ে ছুরিকাঘাতে খুনের ঘটনা ঘটেছে। আমরা একজনকে গ্রেপ্তার করেছি। ঘটনার পর পলাতক রয়েছেন সাইমন। সাইমন তেমন কিছু করেন না। তিনি পেশায় একজন শ্রমিক।’

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ