হোম > সারা দেশ > চট্টগ্রাম

জেল-জরিমানায়ও থামছে না বঙ্গোপসাগরে মাছ শিকার, আটক ৮

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

বঙ্গোপসাগরে প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধে জেল-জরিমানা করলেও থামছে না শিকারিদের দৌরাত্ম্য। আজ রোববার সাগরের উঠান মাঝি ঘাটে অভিযান চালিয়ে আট জেলেকে আটক করে নৌ-পুলিশ। এ সময় ৩০ হাজার মিটার জালসহ ব্যবহৃত দুইটি বোট জব্দ করা হয়।

আটকেরা হলেন–মো. ফারুক (৩০), মো. ইউনুছ (৪০), মো. জিসান (২০), রমেম (২৩), মো. লিয়াকত আলী (২৪), মো. নুরুল ইসলাম (৪০), মো. সাহাব উদ্দিন (৪০), মো. সরওয়ার (৩৬)।

নৌ-পুলিশের বার আউলিয়া ফাঁড়ির ইনচার্জ মো. কায়সার মাতুব্বর এই তথ্য নিশ্চিত করেছেন।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, সাগরে মাছ শিকারে টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। গত ২০ মে থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত। এই সময়কালে সমুদ্রে মাছ শিকারিরা কোনো ধরনের নৌযান চলাচল করতে পারবে না। 

সরেজমিন দেখা গেছে, বঙ্গোপসাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকলেও গহিরা দোভাষীর বাজারের পুলিশ ফাঁড়ির মাত্র ১০০ মিটার পশ্চিমে সাগর উপকূলে মাছ শিকার করছে জেলেরা। রায়পুর ইউনিয়নের গহিরা দোভাষীর ঘাট, উঠান মাঝির ঘাট, বাচামিয়া মাঝির ঘাট ও বার আউলিয়া ঘাটে দিন–দুপুরে জেলেরা নৌকা নিয়ে সাগরে যাচ্ছে। আবার অনেকে মাছ শিকার করে উপকূলে ফিরে আসছে। 

সাগরে মাছ শিকারের কথা স্বীকার করে গহিরা মৎস্যজীবী সমিতির সভাপতি মো. নাছির উদ্দিন বলেন, ‘আমাদের এলাকায় কোনো কৃষি চাষ হয় না, তাই মাছ শিকার না করলে আমরা খাব কী? পেটের দায়ে জেলেরা সাগরে যাচ্ছে মাছ শিকার করতে।’ 

এ বিষয়ে আনোয়ারার সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক বলেন, ‘জেলেরা যাতে নিষেধাজ্ঞার মধ্যে মাছ শিকার করতে না পারে সে জন্য অভিযান চলমান রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের কোন সুযোগ নেই।’ 

জাল জব্দ ও জেলেদের আটকের বিষয়ে তিনি বলেন, ‘আমরা অভিযানে রয়েছি। এখন পর্যন্ত তেমন কোনো তথ্য আমার কাছে নেই।’ 

সদরঘাট নৌ–পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘বঙ্গোপসাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা অমান্য করে সাগরের আনোয়ারা অংশে মাছ শিকার করছিল আটক জেলেরা। নৌ পুলিশ দুইটি মাছ ধরার বোট, ৩০ হাজার মিটার জালসহ আটক করে আট জেলেকে। আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’ অসাধু জেলেদের বিরুদ্ধে নৌপুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে