হোম > সারা দেশ > চট্টগ্রাম

জেল-জরিমানায়ও থামছে না বঙ্গোপসাগরে মাছ শিকার, আটক ৮

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

বঙ্গোপসাগরে প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধে জেল-জরিমানা করলেও থামছে না শিকারিদের দৌরাত্ম্য। আজ রোববার সাগরের উঠান মাঝি ঘাটে অভিযান চালিয়ে আট জেলেকে আটক করে নৌ-পুলিশ। এ সময় ৩০ হাজার মিটার জালসহ ব্যবহৃত দুইটি বোট জব্দ করা হয়।

আটকেরা হলেন–মো. ফারুক (৩০), মো. ইউনুছ (৪০), মো. জিসান (২০), রমেম (২৩), মো. লিয়াকত আলী (২৪), মো. নুরুল ইসলাম (৪০), মো. সাহাব উদ্দিন (৪০), মো. সরওয়ার (৩৬)।

নৌ-পুলিশের বার আউলিয়া ফাঁড়ির ইনচার্জ মো. কায়সার মাতুব্বর এই তথ্য নিশ্চিত করেছেন।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, সাগরে মাছ শিকারে টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। গত ২০ মে থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত। এই সময়কালে সমুদ্রে মাছ শিকারিরা কোনো ধরনের নৌযান চলাচল করতে পারবে না। 

সরেজমিন দেখা গেছে, বঙ্গোপসাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকলেও গহিরা দোভাষীর বাজারের পুলিশ ফাঁড়ির মাত্র ১০০ মিটার পশ্চিমে সাগর উপকূলে মাছ শিকার করছে জেলেরা। রায়পুর ইউনিয়নের গহিরা দোভাষীর ঘাট, উঠান মাঝির ঘাট, বাচামিয়া মাঝির ঘাট ও বার আউলিয়া ঘাটে দিন–দুপুরে জেলেরা নৌকা নিয়ে সাগরে যাচ্ছে। আবার অনেকে মাছ শিকার করে উপকূলে ফিরে আসছে। 

সাগরে মাছ শিকারের কথা স্বীকার করে গহিরা মৎস্যজীবী সমিতির সভাপতি মো. নাছির উদ্দিন বলেন, ‘আমাদের এলাকায় কোনো কৃষি চাষ হয় না, তাই মাছ শিকার না করলে আমরা খাব কী? পেটের দায়ে জেলেরা সাগরে যাচ্ছে মাছ শিকার করতে।’ 

এ বিষয়ে আনোয়ারার সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক বলেন, ‘জেলেরা যাতে নিষেধাজ্ঞার মধ্যে মাছ শিকার করতে না পারে সে জন্য অভিযান চলমান রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের কোন সুযোগ নেই।’ 

জাল জব্দ ও জেলেদের আটকের বিষয়ে তিনি বলেন, ‘আমরা অভিযানে রয়েছি। এখন পর্যন্ত তেমন কোনো তথ্য আমার কাছে নেই।’ 

সদরঘাট নৌ–পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘বঙ্গোপসাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা অমান্য করে সাগরের আনোয়ারা অংশে মাছ শিকার করছিল আটক জেলেরা। নৌ পুলিশ দুইটি মাছ ধরার বোট, ৩০ হাজার মিটার জালসহ আটক করে আট জেলেকে। আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’ অসাধু জেলেদের বিরুদ্ধে নৌপুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদরোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য

চট্টগ্রামে কুকুরকে গাড়িচাপায় হত্যা, ডিসি বাসভবনের প্রহরীসহ ২ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

চাঁদাবাজি নিয়ে নৌ উপদেষ্টার বক্তব্যের ব্যাখ্যা চাইলেন চসিক মেয়র