হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে বিএনপির নেতাকে ছুরিকাঘাতে হত্যা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

মীর মোহাম্মদ আরমান হোসেন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির সাবেক এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্ত। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ছিন্নমূল বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মীর মোহাম্মদ আরমান হোসেন জঙ্গল সলিমপুর ছিন্নমূল বস্তি এলাকার মৃত মোতাহের হোসেনের ছেলে। তিনি উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক।

আরমান হোসেনের মূল বাড়ি রাঙ্গুনিয়া উপজেলায় হলেও তিনি দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় পরিবার নিয়ে বাস করছেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ও পরিবারের বরাতে পুলিশ জানান, রাতে ছিন্নমূল বস্তি এলাকার একটি চা-দোকানে বসে চা-পান করছিলেন বিএনপি নেতা আরমান। এ সময় তাঁর মোবাইল ফোনে কল এলে তিনি কথা বলতে বলতে ঘটনাস্থল থেকে উঠে যান। চা-দোকান থেকে যাওয়ার কিছুক্ষণ পর বস্তির অদূরে অন্ধকার স্থানে তাঁর চিৎকার শোনা যায়। এ সময় স্থানীয়রা এগিয়ে গেলে আরমানের দুই পায়ের রগ কাটা ও পেটসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত দেখতে পান। পরে তাঁরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ছিন্নমূল এলাকার বাসিন্দা ও যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি নয়ন বলেন, বিএনপির নেতা আরমানকে রাতের অন্ধকারে ডেকে নিয়ে নৃশংসভাবে খুন করেছে দুর্বৃত্তরা। তবে কারা খুন করেছে, তা এখনো নিশ্চিত হতে পারেননি তাঁরা। যে মোবাইল ফোনে কল করে আরমানকে ডেকে নিয়ে গেছে, তাকে চিহ্নিত করতে পারলেই হত্যার সঠিক কারণ বেরিয়ে আসবে।

সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী মহিউদ্দিন এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ছুরিকাঘাতে বিএনপির নেতার হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছেন। তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে কে বা কারা জড়িত, তা এখনো জানা যায়নি।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির