হোম > সারা দেশ > চট্টগ্রাম

দক্ষিণ জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে বৃহস্পতিবার বিকেলে এক প্রস্তুতি সভা চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম ও সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ উপস্থিত ছিলেন। এ ছাড়া চট্টগ্রাম দক্ষিণ জেলার ৮টি উপজেলার যুবলীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় শুক্রবারের মধ্যে সম্মেলনের ভেন্যু নির্ধারণ ও ১৮ মে’র মধ্যে সম্মেলনের বিভিন্ন উপ-কমিটি গঠন ও কাউন্সিলর তালিকা প্রণয়নের বিষয়ে সিদ্ধান্ত হয়। 

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ক ম টিপু সুলতান চৌধুরী বলেন, ‘আমাদের দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার কেন্দ্রীয় নেতারা ভেন্যু নির্ধারণের জন্য ভেন্যু পরিদর্শন করবেন। সম্মেলনের উপ-কমিটি গঠনের জন্য আমাদের দায়িত্ব দিয়েছেন। কয়েক দিনের মধ্যে জেলার যুবলীগ নেতাদের নিয়ে বর্ধিত সভা ডেকে সকলের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’ 

দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি বলেন, ‘আগামী ২৮ মে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে কেন্দ্রীয় নেতারা আমাদের কিছু দিক নির্দেশ দিয়েছেন। লিখিত কিছু নির্দেশনা দিয়েছেন। সেই আলোকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’ 

উল্লেখ্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে। গত ২৯ এপ্রিল বিকেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ