হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় বিমাকর্মীসহ ৩ জনের লাশ উদ্ধার

কুমিল্লা ও চৌদ্দগ্রাম প্রতিনিধি 

কুমিল্লার লাকসাম উপজেলার আবাসিক ড্রিম হোটেল থেকে বিমাকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার তিন উপজেলায় পৃথক স্থান থেকে বিমাকর্মীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৭ জানুয়ারি) সকালে লাকসামের ড্রিম হোটেল থেকে বিমাকর্মীর মরদেহ এবং গতকাল রোববার রাতে সদর দক্ষিণ ও মনোহরগঞ্জ উপজেলায় আরও দুইটি মরদেহ উদ্ধার করা হয়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত মুহাম্মদ আলতাফ হোসেন লক্ষ্মীপুর উপজেলার দহশালা শাকচর গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে। তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি প্রগতি ইনস্যুরেন্সের রায়পুর শাখার ইনচার্জ ও হিসাবরক্ষক হিসেবে চাকরি করতেন। তাঁর বাড়ি লক্ষ্মীপুরে সদর উপজেলার ষোলনল শাকচর গ্ৰামে।

অপরজন হলেন মনোহরগঞ্জ উপজেলার বান্দুয়াইন পূর্বপাড়ার মৃত আইয়ুব আলীর স্ত্রী কমলা বেগম (৫০)। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে বান্দুইয়ান গ্রামের সড়কের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

অপরজন অজ্ঞাতনামা পুরুষ। আজ সোমবার (২৭ জানুয়ারি) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশের একটি খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, নিহতের শরীরে কোনো প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, কুমিল্লার লাকসাম উপজেলার হোটেল ড্রিমল্যান্ড থেকে আলতাফ হোসেনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারের পর তার পরিবারকে জানানো হয়েছে। এখনো জানা যায়নি তিনি এখানে কীভাবে আসলেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানাতে পারব।

নিহত বিমা কর্মী আলতাফ হোসেনের চাচাতো ভাই নুরুজ্জামান বলেন, গেল ২৫ জানুয়ারি অফিস থেকে আলতাফ হোসেন বের হয়। পরে বাসায় ফেরত আসেননি। দুই দিন নিখোঁজ ছিলেন। আজ মরদেহ উদ্ধার করা হয়।

মনোহরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইমন হোসেন জানান, ৯৯৯-এ ফোন পেয়ে রোববার দিবাগত রাতে মনোহরগঞ্জের বান্দুয়াইন গ্রামের সড়কের পাশ থেকে কমলা বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। সকালে নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল