হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিখোঁজের সাত দিন পর কিশোরের গলিত মরদেহ উদ্ধার 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় নিখোঁজ হওয়ার সাত দিন পর সেফটিক ট্যাংকের ভেতর থেকে আকিব হাসান (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পটিয়া থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে পটিয়া উপজেলার হাঈদগাঁও ইউনিয়নের গুচ্ছ গ্রামের আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন পটিয়া থানার এসআই সঞ্জয় কুমার ঘোষ। 

আকিব পটিয়া পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম গোবিন্দরখীল এলাকার কামাল কোম্পানী বাড়ির মোহাম্মদ আলীর পুত্র। আকিব তাঁর বাবার মুদির দোকানে কাজ করত। 

এসআই সঞ্জয় কুমার ঘোষ জানান, বৃহস্পতিবার রাতে আশ্রয়ণ প্রকল্পের সেফটিক ট্যাংকের ভেতর একটি গলিত মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

সঞ্জয় কুমার ঘোষ বলেন, কোনো চক্র তাঁকে হত্যা করে থাকতে পারে। নিহতের পরিবারের অভিযোগ আমরা খতিয়ে দেখছি। এ ঘটনার সাথে কারা জড়িত থাকতে পারে সবাইকে জিজ্ঞাসাবাদ করছি ।

নিহতের বাবা মোহাম্মদ আলী বলেন, 'গত ২৬ নভেম্বর শুক্রবার রাত ১০টার দিকে আকিবের বন্ধু আমিনুল হক তাঁকে মোবাইলে কল দিয়ে ডেকে নিয়ে যায়। এরপর থেকে আকিবের আর খোঁজ মেলেনি। তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার নিরীহ ছেলেকে কে বা কারা হত্যা করেছে তা পুলিশ তদন্ত করে বের করুক। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।'

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল