হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে স্কুলছাত্রী হত্যার প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি

স্কুলছাত্রী সামিয়া আক্তার সুইটিকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্বজন ও সহপাঠীরা। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ৯ম শ্রেণির ছাত্রী সামিয়া আক্তার সুইটিকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে তার সহপাঠী ও স্বজনরা। আজ রোববার (২৬ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। স্বজনদের দাবি, তার ঘরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে।

মানববন্ধনে নিহত সামিয়ার বাবা সৌরভ হোসেন, মা তানুর বেগম, ভাই সিয়াম হোসেন, ইব্রাহিম মাহমুদ এবং নুর উদ্দিন বক্তব্য দেন। তাঁরা জানান, ঘটনার ১৫ দিন পার হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি। দ্রুত অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত করে হত্যার পেছনের কারণ এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি দিবাগত রাত ৪টার দিকে রামগতি উপজেলার চররমিজ এলাকায় নিজ ঘরে ঘুমিয়ে ছিল সামিয়া আক্তার সুইটি। এ সময় জানালা দিয়ে কেরোসিন ঢেলে সামিয়ার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। অগ্নিদগ্ধ অবস্থায় সামিয়াকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৯ জানুয়ারি হাসপাতালে তার মৃত্যু হয়।

এই ঘটনায় ২১ জানুয়ারি সামিয়ার বাবা সৌরভ হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রামগতি থানায় একটি হত্যা মামলা করেন। আজ রোববার মানববন্ধনের পর বিষয়টি জানাজানি হলো।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু