হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

দীর্ঘ ২৭ বছর পর আখাউড়ায় দিয়ে ভারত থেকে গম আমদানি শুরু

প্রতিনিধি, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

দীর্ঘ ২৭ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে গম আমদানি শুরু করা হয়েছে। আজ রোববার সকালে গমের প্রথম চালান ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে আখাউড়া সীমান্তপথে বন্দরে প্রবেশ করে। প্রথম দিনে ২১টি ভারতীয় ট্রাকে করে ছয় হাজার ৭৫৭টি বস্তার গম এই বন্দর দিয়ে দেশে আসে। 

আখাউড়া স্থলবন্দরের আদনান ট্রেড ইন্টারন্যাশনালের কর্ণধার আক্তার হোসেন বলেন, বন্দর চালু হওয়ার দীর্ঘ ২৭ বছর পর প্রথমবারের মতো আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি করা হয়েছে। তিনি বলেন, প্রথম চালানে ৬৭টি ট্রাকে করে এক হাজার ৩২০ মেট্রিক টন গম বাংলাদেশে আনা হবে। প্রথম দিনে গমগুলো ভারতীয় ট্রাক থেকে আখাউড়া বন্দরে বাংলাদেশি ট্রাকে লোড করা হয়। পরে গম ভর্তি ট্রাকগুলো ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ভৈরব, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। 

আক্তার হোসেন আরও জানান, ভারতের উত্তর প্রদেশ থেকে মালবাহী ট্রেনের ২১টি বগিতে করে এই গম ত্রিপুরার আগরতলা রেলওয়ে স্টেশনে আনা হয়। পরে ট্রেন থেকে ভারতীয় ট্রাকে গম লোড করা হয়। এরপর আগরতলা বন্দর হয়ে আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আনা হয় গম। 

আখাউড়া স্থলবন্দর সহকারী পরিচালক (ট্রাফিক) মোস্তাফিজুর রহমান জানান, প্রথম চালানের ২১ ট্রাক গম আসছে আখাউড়া স্থলবন্দরে। আগামী বুধবার দ্বিতীয় চালানেও গম আসার কথা রয়েছে। বাংলাদেশের রাজশাহীর বিসমিল্লাহ ফ্লাওয়ার মিলস আমদানিকারক প্রতিষ্ঠান। অপরদিকে ভারতের ব্রিজ কিশোর প্রসাদ হলেন এ গমের চালান রপ্তানি কারক প্রতিষ্ঠান। 

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের