হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাইয়ে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো তৈরি করলেন এলাকাবাসী

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে এলাকাবাসী স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে একটি বাঁশের সাঁকো তৈরি করেছেন। গতকাল শুক্রবার কাজ শুরু করে গতকাল শনিবার ৪ নম্বর ওয়ার্ডের হাফছড়ি মুখপাড়ায় নারানগিরি খালের ওপরে বাঁশের সাঁকোটির নির্মাণকাজ শেষ হয়।

স্থানীয় বাসিন্দা সাইমং মারমা, উসুইমং মারমা, সানুমং মারমা ও কুশিরাম তঞ্চঙ্গ্যাসহ আরও কয়েকজন জানান, প্রতিবছর বর্ষা মৌসুম এলে উজান থেকে নেমে আসা ঢলে এই বাঁশের সাঁকো ভেসে যায়। সপ্তাহখানেক আগে পাহাড়ি ঢলে সাঁকোটি পানির স্রোতে ভেসে যায়। তাই তাঁরা ২৫ জন এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে এবং নিজেদের অর্থে এখানে নতুন একটি সাঁকো তৈরি করেছেন। এখানে একটা স্থায়ী সেতু তৈরির দাবি জানান তাঁরা।

২ নম্বর রাইখালী ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান এনামুল হক বলেন, হাফছড়ি মুখপাড়ায় নারানগিরি খালের ওপর বাঁশের সাঁকোটি ব্যবহার করে প্রতিদিন গড়ে ২০০ মানুষ ওয়েব্রে পাড়া, হাফছড়ি ভিতরপাড়া, হাফছড়ি যৌথ খামার, চিৎমরম পুনর্বাসন পাড়ায় যাতায়াত করে। কিন্তু ঢলে ভেসে যাওয়ায় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে একটি নতুন সাঁকো নির্মাণ করেছেন।

২ নম্বর রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা বলেন, বর্ষা মৌসুমে নারানগিরি খালের ঢলে বাঁশের সাঁকো ভেঙে যায়। এখানে একটি পাকা সেতু করা হলে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব হবে।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক