হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাইয়ে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো তৈরি করলেন এলাকাবাসী

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে এলাকাবাসী স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে একটি বাঁশের সাঁকো তৈরি করেছেন। গতকাল শুক্রবার কাজ শুরু করে গতকাল শনিবার ৪ নম্বর ওয়ার্ডের হাফছড়ি মুখপাড়ায় নারানগিরি খালের ওপরে বাঁশের সাঁকোটির নির্মাণকাজ শেষ হয়।

স্থানীয় বাসিন্দা সাইমং মারমা, উসুইমং মারমা, সানুমং মারমা ও কুশিরাম তঞ্চঙ্গ্যাসহ আরও কয়েকজন জানান, প্রতিবছর বর্ষা মৌসুম এলে উজান থেকে নেমে আসা ঢলে এই বাঁশের সাঁকো ভেসে যায়। সপ্তাহখানেক আগে পাহাড়ি ঢলে সাঁকোটি পানির স্রোতে ভেসে যায়। তাই তাঁরা ২৫ জন এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে এবং নিজেদের অর্থে এখানে নতুন একটি সাঁকো তৈরি করেছেন। এখানে একটা স্থায়ী সেতু তৈরির দাবি জানান তাঁরা।

২ নম্বর রাইখালী ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান এনামুল হক বলেন, হাফছড়ি মুখপাড়ায় নারানগিরি খালের ওপর বাঁশের সাঁকোটি ব্যবহার করে প্রতিদিন গড়ে ২০০ মানুষ ওয়েব্রে পাড়া, হাফছড়ি ভিতরপাড়া, হাফছড়ি যৌথ খামার, চিৎমরম পুনর্বাসন পাড়ায় যাতায়াত করে। কিন্তু ঢলে ভেসে যাওয়ায় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে একটি নতুন সাঁকো নির্মাণ করেছেন।

২ নম্বর রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা বলেন, বর্ষা মৌসুমে নারানগিরি খালের ঢলে বাঁশের সাঁকো ভেঙে যায়। এখানে একটি পাকা সেতু করা হলে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব হবে।

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে