হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাটহাজারি থেকে বাবুনগরীর স্মৃতিচিহ্নগুলো বাড়ি নিয়ে গেলেন ছেলে

প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম)

দীর্ঘদিনের প্রিয় কর্মস্থল হাটহাজারী মাদ্রাসার ভেতরে ‘মাকবারাতুল জামিয়া’য় চিরনিদ্রায় শায়িত হয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। হেফাজতের সদর দপ্তর হিসেবে পরিচিত চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় সহকারী ও শিক্ষা পরিচালকের দায়িত্ব পালনসহ প্রায় ১৭ বছর আল্লামা বাবুনগরী শিক্ষকতা করেছেন। প্রতিষ্ঠানটির ইট-পাথরের প্রতিটি পরতে  জড়িয়ে আছে তাঁর স্মৃতিচিহ্ন। মাদ্রাসার অনেক জায়গার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাবুনগরীর কার্যালয়ে গিয়ে দেখা যায়, তাঁর একমাত্র ছেলে মাওলানা সালমান বাবুনগরী বাবার ব্যবহৃত বইপত্র, আসবাবপত্রসহ নানা সরঞ্জাম গুছিয়ে নিচ্ছেন। রাতে এশার নামাজের পরে মাদ্রাসা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এসব সরঞ্জামাদি তিনি পারিবারিকভাবে সংরক্ষণের জন্য গাড়িতে করে নিয়ে যান।

এ ব্যাপারে জানতে চাইলে সালমান বাবুনগরী বলেন, হুজুরের (বাবা) ব্যবহৃত এসব জিনিস আমাদের কাছে শেষ স্মৃতি। বাবাতো আর আমাদের মাঝে ফিরে আসবে না; তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। তাই এসব স্মৃতি নিয়ে আমরা তাঁর আদর্শ ধারণ করে বেঁচে থাকতে চাই।

মৃত্যুর সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর আল্লামা বাবুনগরীর আসবাবপত্র ও স্মৃতিচিহ্নগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে বাবুনগরী হুজুরের খাদেম মাওলানা জুনায়েদ বলেন, ‘শায়েখ আল্লামা বাবুনগরী হুজুরের কিতাবাদী, ব্যবহৃত আসবাবপত্রসহ হজরতের রুমে থাকা যাবতীয় স্মৃতি নিজ হাতে গাড়িতে উঠিয়ে দিলাম। এভাবে শায়েখের শেষ স্মৃতিগুলোও নিজ হাতে ফটিকছড়ির বাবুনগরে পাঠাতে হবে তা কখনো ভাবিনি। এই সামানাগুলোর সঙ্গে আমার দীর্ঘ পাঁচ বছরের স্মৃতি জড়িয়ে আছে।’

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত