হোম > সারা দেশ > বান্দরবান

৩২৭ বিজিপিকে ফেরত পাঠাতে আলোচনা হচ্ছে: চট্টগ্রামের বিভাগীয় কমিশনার 

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

মিয়ানমারে চলমান সংঘাতের জেরে এসএসসি পরীক্ষা পরিস্থিতি বিবেচনা করে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের শিক্ষাপ্রতিষ্ঠান ও সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।

আজ সোমবার দুপুর ১২টার দিকে ঘুমধুম উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি ওপার থেকে আসা ৩২৭ বিজিপিকে সে দেশে ফেরত পাঠাতে মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা হচ্ছে বলে জানান।

পরিদর্শন শেষে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সীমান্তের পরিস্থিতির আগে থেকে অনেক ভালো হয়েছে। সীমান্তের বিষয় নিয়ে মন্ত্রণালয় পর্যায়ে আলাপ-আলোচনা হচ্ছে এবং দ্রুত একটি সিদ্ধান্ত আসবে।’

কমিশনার তোফায়েল ইসলাম বলেন, সীমান্তের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। আজ পর্যন্ত সীমান্তে অস্বাভাবিক কোনো কিছু হয় নাই। সীমান্তের যারা রয়েছেন বিজিবি, তারা তাদের দায়িত্ব পালন করছেন।

মিয়ানমার সীমান্তরক্ষীদের কবে নাগাদ পাঠাব হবে সেই বিষয়ে প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেন, তাদেরকে পাঠানো ব্যাপারে আলোচনা হচ্ছে। দুই একদিনের মধ্যে ফলাফল পাব বলে আশা করছি।

সীমান্তের পরিস্থিতির বিষয়ে প্রশ্ন করা হলে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা বলেন, সীমান্তের মূল বিষয়টা হল বিজিবির। আজকে পরিদর্শনে ঘুরে যতটুকু দেখলাম খারাপ পরিস্থিতি আমাদের নজরে পড়ে নাই। তা ছাড়া বর্ডার পাশে অনেক ফাঁকা জায়গা রয়েছে যার কারণে সকাল কিংবা বিকেলে পরিবেশ শান্ত থাকে। ওই সময়ের গুলির শব্দ পেয়েছে সীমান্তবর্তী মানুষ। তাছাড়া বান্দরবানের আইনশৃঙ্খলা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা একাধিকবার যৌথভাবে সীমান্ত পরিদর্শন করেছেন। তবে এই মুহূর্তে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক বলা যায়। আর যেটা আছে সেটি মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়।

এ সময় পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন উখিয়া নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন, নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান, ঘুমধুম চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়