হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘ঈদের তিন দিন পর যেন আমাদের ঈদ এসেছে’, নাবিকের পরিবার

মো. ইমরান হোসাইন, কর্ণফুলী (চট্টগ্রাম)

ঈদ হয়েছে চার দিন হলো। তবে সেই ঈদের আনন্দ স্পর্শ করেনি এমভি আবদুল্লাহ জাহাজের জিম্মি নাবিকদের ঘরে। জিম্মি হওয়া নাবিকদের পরিবারের দিন কাটছিল অনেক শঙ্কা নিয়ে। তবে নববর্ষের প্রথম দিনে কেটেছে সেই শঙ্কা।

৩২ দিন জিম্মি থাকার পর অবশেষে সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে মুক্ত হয়েছে ‘এমভি আবদুল্লাহ’ জাহাজের ২৩ নাবিক। জিম্মি থেকে মুক্ত হওয়ায় এখন ঈদের আনন্দ বইছে মুক্ত হওয়া নাবিকদের ঘরে ঘরে।

এমভি আবদুল্লাহর ২৩ জন নাবিকের মধ্যে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার চারজন নাবিক ছিলেন। তাঁরা হলেন কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আমিন শরীফের ছেলে নূর উদ্দিন (জিএস), আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে মোহাম্মদ সামসুদ্দিন শিমুল (ওয়েলার), একই এলাকার গাজু মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন (এবি) এবং মোহাম্মদ আখতারের ছেলে আসিফুর রহমান (এবি)।

মোবাইল ফোনে ভিডিও কলে জাহাজটির ওয়েলার মোহাম্মদ সামসুদ্দিন শিমুলের সঙ্গে কথা বলছিলেন তাঁর বড় বোনের স্বামী মো. বদরুল হক।

বদরুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী ২০ এপ্রিল সকলে দুবাই পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে আবারও কোনো জাহাজের মাধ্যমে তাদের চট্টগ্রামে আনা হবে, এতে সময় লাগবে আরও ২০-২৫ দিন। সবাই সুস্থ রয়েছে বলে আমাদের জানিয়েছে। ঈদের তিন দিন পর যেন আমাদের ঈদ এসেছে। সবাই অক্ষত অবস্থায় মুক্তি পেয়েছে—এই খবর শোনার পর ভালো লাগছে। খুবই আন্তরিক ছিল জাহাজ কর্তৃপক্ষ।’

মোহাম্মদ সামসুদ্দিন শিমুল ভিডিও কলে তাঁদের বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, দীর্ঘ ৩১ দিন পর জলদস্যুদের কাছ থেকে আমরা মুক্তি পেয়েছি। যেদিন জলদস্যুদের কাছে জিম্মি হয়ে পড়েছি, তখন মনে করেছি আর ফিরতে পারব না। জিম্মি হওয়ার পরে জলদস্যুরা অত্যাচার ও নির্যাতন না করলেও দুশ্চিন্তা হয়েছিল বেশি। আল্লাহর রহমত ও জাহাজ কর্তৃপক্ষের প্রচেষ্টায় মুক্তি পেয়েছি। এখন অপেক্ষা রয়েছি কখন বাড়ি যাব।’

আরও পড়ুন:

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত