হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘ঈদের তিন দিন পর যেন আমাদের ঈদ এসেছে’, নাবিকের পরিবার

মো. ইমরান হোসাইন, কর্ণফুলী (চট্টগ্রাম)

ঈদ হয়েছে চার দিন হলো। তবে সেই ঈদের আনন্দ স্পর্শ করেনি এমভি আবদুল্লাহ জাহাজের জিম্মি নাবিকদের ঘরে। জিম্মি হওয়া নাবিকদের পরিবারের দিন কাটছিল অনেক শঙ্কা নিয়ে। তবে নববর্ষের প্রথম দিনে কেটেছে সেই শঙ্কা।

৩২ দিন জিম্মি থাকার পর অবশেষে সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে মুক্ত হয়েছে ‘এমভি আবদুল্লাহ’ জাহাজের ২৩ নাবিক। জিম্মি থেকে মুক্ত হওয়ায় এখন ঈদের আনন্দ বইছে মুক্ত হওয়া নাবিকদের ঘরে ঘরে।

এমভি আবদুল্লাহর ২৩ জন নাবিকের মধ্যে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার চারজন নাবিক ছিলেন। তাঁরা হলেন কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আমিন শরীফের ছেলে নূর উদ্দিন (জিএস), আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে মোহাম্মদ সামসুদ্দিন শিমুল (ওয়েলার), একই এলাকার গাজু মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন (এবি) এবং মোহাম্মদ আখতারের ছেলে আসিফুর রহমান (এবি)।

মোবাইল ফোনে ভিডিও কলে জাহাজটির ওয়েলার মোহাম্মদ সামসুদ্দিন শিমুলের সঙ্গে কথা বলছিলেন তাঁর বড় বোনের স্বামী মো. বদরুল হক।

বদরুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী ২০ এপ্রিল সকলে দুবাই পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে আবারও কোনো জাহাজের মাধ্যমে তাদের চট্টগ্রামে আনা হবে, এতে সময় লাগবে আরও ২০-২৫ দিন। সবাই সুস্থ রয়েছে বলে আমাদের জানিয়েছে। ঈদের তিন দিন পর যেন আমাদের ঈদ এসেছে। সবাই অক্ষত অবস্থায় মুক্তি পেয়েছে—এই খবর শোনার পর ভালো লাগছে। খুবই আন্তরিক ছিল জাহাজ কর্তৃপক্ষ।’

মোহাম্মদ সামসুদ্দিন শিমুল ভিডিও কলে তাঁদের বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, দীর্ঘ ৩১ দিন পর জলদস্যুদের কাছ থেকে আমরা মুক্তি পেয়েছি। যেদিন জলদস্যুদের কাছে জিম্মি হয়ে পড়েছি, তখন মনে করেছি আর ফিরতে পারব না। জিম্মি হওয়ার পরে জলদস্যুরা অত্যাচার ও নির্যাতন না করলেও দুশ্চিন্তা হয়েছিল বেশি। আল্লাহর রহমত ও জাহাজ কর্তৃপক্ষের প্রচেষ্টায় মুক্তি পেয়েছি। এখন অপেক্ষা রয়েছি কখন বাড়ি যাব।’

আরও পড়ুন:

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার