হোম > সারা দেশ > কক্সবাজার

কুতুবদিয়ায় বিকাশ থেকে তুলে নেওয়া ৪১ হাজার টাকা উদ্ধার করল পুলিশ 

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়ায় বিকাশ নম্বর থেকে তুলে নেওয়া ৪১ হাজার টাকা উদ্ধার করে দিল পুলিশ। গত মাসে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মোবাইল সেট চুরি করে এক চোর এই টাকা হাতিয়ে নিয়েছিলেন। গতকাল বুধবার রাতে উদ্ধার করা টাকা ফেরত পান ওই শিক্ষা কর্মকর্তা।  

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিম শরীফ আজকের পত্রিকাকে বলেন, তিনি উপজেলায় নতুন যোগদান করে জেলা পরিষদের ডাকবাংলোতে গত ১১ এপ্রিল রাত্রি যাপন করেন। রাতে জানালা দিয়ে তাঁর মোবাইল ও মানিব্যাগ চুরি করে নিয়ে যায়। পরদিন তিনি বিকাশ করা রবি সিম তুলে দেখেন বিকাশে তাঁর অ্যাকাউন্টে রক্ষিত ৪১ হাজার ১৬০ টাকা নেই। মেসেজ দেখে তিনি কুতুবদিয়া থানায় একটি জিডি করেন। টাকা ফিরে পাওয়ায় তিনি পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

কুতুবদিয়া থানার এসআই জিয়া উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সূত্র ও স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় পলাতক একজন পেশাদার চোরের কাছ থেকে বিকাশ থেকে তুলে নেওয়া টাকা উদ্ধার করে প্রাপককে ফেরত দেওয়া হয়েছে। 
তিনি আরও বলেন, কৈয়ারবিল ঘিলাছড়ি গ্রামের মোহাম্মদ আরফাত নামের পেশাদার চোর এই চক্রের মূল হোতা। সে অধিকাংশ সময় চট্টগ্রামে অবস্থান করায় তাকে ধরা যাচ্ছে না। তবে তার অবস্থান সনাক্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির