হোম > সারা দেশ > কক্সবাজার

কুতুবদিয়ায় বিকাশ থেকে তুলে নেওয়া ৪১ হাজার টাকা উদ্ধার করল পুলিশ 

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়ায় বিকাশ নম্বর থেকে তুলে নেওয়া ৪১ হাজার টাকা উদ্ধার করে দিল পুলিশ। গত মাসে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মোবাইল সেট চুরি করে এক চোর এই টাকা হাতিয়ে নিয়েছিলেন। গতকাল বুধবার রাতে উদ্ধার করা টাকা ফেরত পান ওই শিক্ষা কর্মকর্তা।  

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিম শরীফ আজকের পত্রিকাকে বলেন, তিনি উপজেলায় নতুন যোগদান করে জেলা পরিষদের ডাকবাংলোতে গত ১১ এপ্রিল রাত্রি যাপন করেন। রাতে জানালা দিয়ে তাঁর মোবাইল ও মানিব্যাগ চুরি করে নিয়ে যায়। পরদিন তিনি বিকাশ করা রবি সিম তুলে দেখেন বিকাশে তাঁর অ্যাকাউন্টে রক্ষিত ৪১ হাজার ১৬০ টাকা নেই। মেসেজ দেখে তিনি কুতুবদিয়া থানায় একটি জিডি করেন। টাকা ফিরে পাওয়ায় তিনি পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

কুতুবদিয়া থানার এসআই জিয়া উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সূত্র ও স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় পলাতক একজন পেশাদার চোরের কাছ থেকে বিকাশ থেকে তুলে নেওয়া টাকা উদ্ধার করে প্রাপককে ফেরত দেওয়া হয়েছে। 
তিনি আরও বলেন, কৈয়ারবিল ঘিলাছড়ি গ্রামের মোহাম্মদ আরফাত নামের পেশাদার চোর এই চক্রের মূল হোতা। সে অধিকাংশ সময় চট্টগ্রামে অবস্থান করায় তাকে ধরা যাচ্ছে না। তবে তার অবস্থান সনাক্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী