হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

নাসিরনগরে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলায় ঝুলন্ত অবস্থায় লিচু মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামের নতুনপাড়ার রাস্তার পাশের বটগাছ থকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন ইউনিয়নের চেয়ারম্যান মো. ইকবাল চৌধুরী। 

মৃত লিচু মিয়া উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া পাড়ার মৃত খুরশেদ মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানান, কয়েক বছর আগে লিচু মিয়া মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। তখন থেকে তাঁর চিকিৎসা চলছিল। গতকাল রোববার রাত থেকেই বাড়ির বাইরে ছিলেন তিনি। আজ সকাল ১১টার দিকে ওই গ্রামের বটগাছে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। 

বুড়িশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রিপন মিয়া বলেন, ‘লিচু মিয়া দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থ ছিল। তাঁর পরিবারের একাধিক সদস্য এভাবেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।’ 

চেয়ারম্যান মো. ইকবাল চৌধুরী বলেন, ‘লিচু মিয়া নামে একজন বৃদ্ধর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পেয়েছি। এ বিষয়ে আমি বিস্তারিত খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি।’ 

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার বলেন, লিচু মিয়া নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যু প্রকৃত কারণ বলা যাবে। তবে আপাতত মনে হচ্ছে, এটি আত্মহত্যা।

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির