হোম > সারা দেশ > চট্টগ্রাম

যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে মো. ছালা উদ্দিন (৩১) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের পরিবারের দাবি, শ্বশুর বাড়ির লোকজন রাতে ডেকে নিয়ে তাঁকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে লাশ ঝুলিয়ে রাখে।

আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার চর বাগ্গা এলাকা থেকে পুলিশ যুবকের মরদেহ উদ্ধার করে। ছালা উদ্দিন উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কচ্ছপিয়া গ্রামের আতর আলীর ছেলে।

মৃত যুবকের বড় ভাই আবুল বাসার বলেন, গরুর ঘাস কেনা নিয়ে গত ১০ দিন ধরে ছোট ভাই ছালা উদ্দিনের সঙ্গে তাঁর স্ত্রীর মনোমালিন্য চলছিল। এ নিয়ে ছালা উদ্দিন তাঁর স্ত্রীকে পিঁড়ি দিয়ে আঘাত করলে সে রাগ করে বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে যায়। গতকাল রাতে তার স্ত্রীর ভাইয়ের কল পেয়ে রাত ৯টার দিকে দোকান বন্ধ করে শ্বশুর বাড়িতে যায়। শ্বশুর বাড়ির লোকজন রাতে তাকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে।

আবুল বাসার আরও বলেন, আজ সকালে ছালা উদ্দিনের স্ত্রীর বড় বোন কল দিয়ে বলেন, ‘আপনার ভাই ফাঁস দিছে, তার লাশ নিয়ে যান।’ সকালে কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন ঘরের আড়ার সঙ্গে ছালা উদ্দিনের দেহ ঝুলে আছে।

আবুল বাসার অভিযোগ করে বলেন, তার (ছালা উদ্দিনের স্ত্রী) বাবার বাড়ির লোকজন এলাকায় রাজনৈতিকভাবে প্রভাবশালী। স্ত্রীর সঙ্গে ঝামেলা হওয়া পর তাঁরা তার ভাইকে নানা হুমকি-ধমকি দেন।

নিহতের স্ত্রী আজিমা খাতুন বলেন, পাশের বাড়ি থেকে গরুর ঘাস কিনতে বলায় ছালা উদ্দিন মারধর করেন। রাগ করে বাবার বাড়িতে চলে আসেন। ১০ দিন ধরে বাবার বাড়িতে থাকা হচ্ছে। গতকাল রাত ভাইয়ের বাড়িতে যান। রাতের কোনো এক সময় ছালা উদ্দিন তাঁদের বাড়িতে প্রবেশ করেন। তা তিনি জানেন না। সকালে বড় ভাইয়ের বাড়ি থেকে বাবার বাড়ি এসে ঘরে বৈদ্যুতিক বাতি দেখতে পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন ঘরের আড়ার সঙ্গে তাঁর স্বামী ঝুলছে। এ সময় চিৎকার করলে প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত