প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি তুলে অনৈতিক সুবিধা আদায় চেষ্টার ঘটনায় চট্টগ্রামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার তাঁকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে সোমবার নগরীর মাইজপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবক এরশাদ হোসেন সানি (৩৪) বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহরে সামছুল আলমের ছেলে। তার বিরুদ্ধে ছিনতাইয়ের একটি মামলা আদালতে বিচারাধীন। আর ভুক্তভোগী স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার যুবক ওই নারীর প্রতিবেশী হওয়ার সুবাদে তাঁদের মধ্যে একটা সম্পর্ক হয়। একদিন রেস্টুরেন্টে নিয়ে কৌশলে ওই নারীর দুটি ছবি তোলেন সানি। পরে ওই ছবি ভুক্তভোগীর স্বামী ও আত্মীয়দের কাছে পাঠিয়ে দেওয়ার হুমকি নিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন।
গত ১৬ জুলাই ভুক্তভোগী আসামির কথামতো একটি হোটেলে যায়। সেখানে জোর করে তার পোশাক খুলে আপত্তিকর ছবি মোবাইলে ধারণ করে আসামি। পরে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা চালায়।’
সনজয় কুমার সিনহা আরও বলেন, ‘এই বিষয়ে পরে ওই নারীর অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ব্যবহৃত মোবাইল ডিভাইসটি জব্দ করা হয়।’ এই বিষয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলার পর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।