কক্সবাজারের পৃথক দুই নদী থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। টেকনাফের নাফ নদী থেকে আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে দুজনের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। অপর দিকে সকাল ১০টার দিকে ঈদগাঁও নদী থেকে উদ্ধার করা হয় শাহাব উদ্দিন (৪২) নামের এক ব্যক্তির মরদেহ।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, নাফ নদী থেকে উদ্ধার হওয়া নিহত দুই ব্যক্তির পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। তাঁদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঈদগাঁও নদী থেকে উদ্ধার হওয়া শাহাব উদ্দিন ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী গ্রামের বাসিন্দা।
ঈদগাঁও থানার ওসি মো. গোলাম কবির জানান, লবণ মাঠে কাজ শেষে শাহাব উদ্দিন রাতে বাড়ি ফিরে শৌচাগারে যাওয়ার জন্য বের হন। কিন্তু রাতে আর ঘরে ফেরেননি। সকালে নদীতে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।
ওসি বলেন, পরিবারের সদস্যদের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।