কক্সবাজারের চকরিয়ায় বন্যার পানির স্রোতের তোড়ে ভেসে নিখোঁজের ১৩ ঘণ্টা পর শিশু মোহাম্মদ জিহানের (১০) লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বদরখালী ভেরুয়াখালী এলাকা থেকে শিশুর লাশটি উদ্ধার করেন স্থানীয়রা। জিহান ওই এলাকার মো. এমরান হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বুধবার সকাল ৯টায় বাড়ি থেকে বন্যার পানি দেখতে বের হয় জিহান। এ সময় বন্যার পানির স্রোতের তোড়ে সে ভেসে যায়। নিখোঁজের পর বদরখালীর বিভিন্ন স্থানে জিহানের খোঁজ করেন স্থানীয়রা। তাকে পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভেরুয়াখালীর একটি ছোট খালে জিহানের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তার লাশ উদ্ধার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।