হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার পৌর নির্বাচন: প্রতীক পেয়েই আচরণবিধি লঙ্ঘন করে প্রচারে প্রার্থীরা

কক্সবাজার প্রতিনিধি

প্রতীক বরাদ্দ পেয়েই কক্সবাজার পৌরসভা নির্বাচনের প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারে নেমে পড়েছেন। আজ শুক্রবার জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা প্রতীক বরাদ্দ দেন। 

পাঁচজন মেয়র, ১২ ওয়ার্ডে ৫৬ কাউন্সিলর ও ৪ ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। 

এদিকে আজ দুপুরে প্রতীক বরাদ্দ পাওয়ার পর অধিকাংশ প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণায় অংশ নিতে দেখা যায়। দুপুর থেকে শহরের প্রধান সড়ক ও অলিগলিতে প্রার্থীরা শত শত কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল ও মাইকিং করে ভোট চেয়ে প্রচার চালান। 

এর আগে গতকাল বৃহস্পতিবার এক মেয়র ও পাঁচজন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা এস এম শাহাদত হোসেন বলেন, সব প্রার্থীকে আচরণবিধি মেনে চলতে নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ নির্বাচনী আইন ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে। 

আগামী ১২ জুন এই পৌরসভার ভোট গ্রহণ করা হবে। ১২টি ওয়ার্ডে মোট ভোটার ৯৪ হাজার ৮০২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ৮৭৯ জন এবং নারী ভোটার ৪৪ হাজার ৯২৩ জন। 

মেয়র পদে প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত মো. মাহবুবুর রহমান চৌধুরী (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী মাসেদুল হক রাশেদ (নারিকেলগাছ) ও তাঁর স্ত্রী জোসনা হক (মোবাইল ফোন), জগদীশ বড়ুয়া (হেলমেট) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. জাহেদুর রহমান (হাতপাখা)।

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান