হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে পাহাড়ধস, অন্তঃসত্ত্বা স্ত্রীসহ যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে পাহাড়ধসে ঘুমন্ত স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে শহরের বাদশাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন ওই এলাকার নজির হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (২৬) ও তাঁর স্ত্রী মাইমুনা আক্তার (২০)।

নিহত আনোয়ার হোসেন স্থানীয় ওমর ফারুক জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তাঁর স্ত্রী মাইমুনা পাঁচ মাসের গর্ভবতী ছিলেন বলে জানান স্বজনেরা।

কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার রাত থেকে কক্সবাজার শহরে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হয়। রাত ৩টার দিকে মুষলধারে বৃষ্টিপাত শুরু হলে সাড়ে ৩টার দিকে পাহাড়ের খাদের নিচে ঘরটির ওপর বড় এক খণ্ড মাটি গিয়ে পড়ে। তাতে স্বামী-স্ত্রী দুজনই চাপা পড়েন।

হেলাল উদ্দিন কবির আরও বলেন, ঘটনার পর আনোয়ারের মায়ের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে দুজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দুজনের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে বলে জানিয়েছেন কাউন্সিলর হেলাল উদ্দিন।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল