হোম > সারা দেশ > কক্সবাজার

মামলা তুলে নিতে চকরিয়া প্রেসক্লাবের সভাপতির পরিবারকে হত্যার হুমকি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় বাগানের গাছ কাটা ও আগুন দেওয়ার ঘটনায় করা মামলা প্রত্যাহার না করায় এক সাংবাদিকসহ তাঁর পরিবারকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে সাংবাদিক এম জাহেদুল ইসলাম চৌধুরী চকরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জাহেদুল ইসলাম চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এবং চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক পূর্বকোণের চকরিয়া-পেকুয়ার নিজস্ব প্রতিনিধি। 

মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের ২২ জানুয়ারি রাতে জাহেদুল ইসলামের সামাজিক বনায়নের বাগানে গাছ কেটে লুট ও আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় আমির হোছনের নেতৃত্বে একদল সন্ত্রাসী। ওই দিন সকালে চকরিয়া থানা-পুলিশ ও স্থানীয়রা গিয়ে আগুন নেভানোর ব্যবস্থান করেন। এরপর সভাপতি জাহেদের পরিবারের ওপর কয়েকবার হামলার চেষ্টা চালানো হয়। এ ঘটনার দুই দিন পর ২৪ জানুয়ারি ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০ জনকে আসামি করে চকরিয়া থানায় মামলা করেন তিনি। 

জাহেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘৫ ফেব্রুয়ারি চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে মামলার এজাহারের আটজন আসামি জামিন নেয়। কয়েক দিন আগে মামলা প্রত্যাহার না করলে ওই বাগান দখল করবে বলে। বাগানে গেলে বাগানেই কবরস্থান করে আমাকেসহ পুরো পরিবারকে হত্যা করে গুম করে ফেলবে বলে প্রকাশ্যে হুমকি দেয়। আমি পরিবারে নিরাপত্তা চাই।’

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল