হোম > সারা দেশ > কক্সবাজার

মামলা তুলে নিতে চকরিয়া প্রেসক্লাবের সভাপতির পরিবারকে হত্যার হুমকি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় বাগানের গাছ কাটা ও আগুন দেওয়ার ঘটনায় করা মামলা প্রত্যাহার না করায় এক সাংবাদিকসহ তাঁর পরিবারকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে সাংবাদিক এম জাহেদুল ইসলাম চৌধুরী চকরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জাহেদুল ইসলাম চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এবং চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক পূর্বকোণের চকরিয়া-পেকুয়ার নিজস্ব প্রতিনিধি। 

মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের ২২ জানুয়ারি রাতে জাহেদুল ইসলামের সামাজিক বনায়নের বাগানে গাছ কেটে লুট ও আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় আমির হোছনের নেতৃত্বে একদল সন্ত্রাসী। ওই দিন সকালে চকরিয়া থানা-পুলিশ ও স্থানীয়রা গিয়ে আগুন নেভানোর ব্যবস্থান করেন। এরপর সভাপতি জাহেদের পরিবারের ওপর কয়েকবার হামলার চেষ্টা চালানো হয়। এ ঘটনার দুই দিন পর ২৪ জানুয়ারি ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০ জনকে আসামি করে চকরিয়া থানায় মামলা করেন তিনি। 

জাহেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘৫ ফেব্রুয়ারি চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে মামলার এজাহারের আটজন আসামি জামিন নেয়। কয়েক দিন আগে মামলা প্রত্যাহার না করলে ওই বাগান দখল করবে বলে। বাগানে গেলে বাগানেই কবরস্থান করে আমাকেসহ পুরো পরিবারকে হত্যা করে গুম করে ফেলবে বলে প্রকাশ্যে হুমকি দেয়। আমি পরিবারে নিরাপত্তা চাই।’

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত