সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের কর্ণফুলীতে রমজান আলী নামে এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার কর্ণফুলী উপজেলার মইজ্জ্যেরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের মধ্যম গুয়াপঞ্চক দেয়াঙ বাজার শাহমীর বাড়ির মোহাম্মদ সবুরের ছেলে।
প্রতিবেশীরা জানান, ‘আজ রোববার সকালে মোটরসাইকেলে করে শ্যালককে নিয়ে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন মোহাম্মদ রমজান আলী (২৮)। এ সময় সিএনজিচালিত একটি অটোরিকশার ধাক্কায় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।
আহত অবস্থায় টহলে থাকা পুলিশ সদস্যরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার স্ত্রী ও এক পুত্র সন্তান রয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’