হোম > সারা দেশ > খাগড়াছড়ি

মহালছড়িতে ২ ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মহালছড়িতে দুই ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ বুধবার সকাল ৬টার দিকে মহালছড়ির দুরছড়ি গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পরে বেলা দেড়টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
 
মারা যাওয়া দুই ইউপিডিএফ কর্মী হলেন রবি কুমার চাকমা (৬৪) ও বিমল চাকমা (৫৫)। এ সময় তাঁদের সঙ্গে থাকে রহিন্তু চাকমা ওরফে টিপন (৩২) নামের অপর একজন নিখোঁজ রয়েছেন বলে দাবি ইউপিডিএফের। 

রবি কুমার চাকমা ও শান্ত চাকমা (বিমল) ইউপিডিএফের কর্মী বলে নিশ্চিত করেছেন ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা। রহিন্তু চাকমা নামে তাঁদের অপর এক কর্মী নিখোঁজ রয়েছেন বলেও জানান তিনি। 

এদিকে ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের নিরণ চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনায় এম এন লারমাপন্থী জেএসএসকে দায়ী করা হয়েছে। 

তবে জেএসএস (এমএন লারমা) মহালছড়ি থানা শাখার সাংগঠনিক সম্পাদক সমর চাকমা ঘটনার সঙ্গে জেএসএসের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন। ইউপিডিএফের অভ্যন্তরীণ কোন্দল থেকে এ ঘটনা ঘটতে পারে বলে দাবি করেন তিনি। 

মহালছড়ি থানার ওসি নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে দুজনের মরদেহ পাওয়া গেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী রয়েছে। মরদেহগুলো থানায় এনে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে ফেরত দেওয়া হবে।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু