হোম > সারা দেশ > খাগড়াছড়ি

মহালছড়িতে ২ ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মহালছড়িতে দুই ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ বুধবার সকাল ৬টার দিকে মহালছড়ির দুরছড়ি গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পরে বেলা দেড়টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
 
মারা যাওয়া দুই ইউপিডিএফ কর্মী হলেন রবি কুমার চাকমা (৬৪) ও বিমল চাকমা (৫৫)। এ সময় তাঁদের সঙ্গে থাকে রহিন্তু চাকমা ওরফে টিপন (৩২) নামের অপর একজন নিখোঁজ রয়েছেন বলে দাবি ইউপিডিএফের। 

রবি কুমার চাকমা ও শান্ত চাকমা (বিমল) ইউপিডিএফের কর্মী বলে নিশ্চিত করেছেন ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা। রহিন্তু চাকমা নামে তাঁদের অপর এক কর্মী নিখোঁজ রয়েছেন বলেও জানান তিনি। 

এদিকে ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের নিরণ চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনায় এম এন লারমাপন্থী জেএসএসকে দায়ী করা হয়েছে। 

তবে জেএসএস (এমএন লারমা) মহালছড়ি থানা শাখার সাংগঠনিক সম্পাদক সমর চাকমা ঘটনার সঙ্গে জেএসএসের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন। ইউপিডিএফের অভ্যন্তরীণ কোন্দল থেকে এ ঘটনা ঘটতে পারে বলে দাবি করেন তিনি। 

মহালছড়ি থানার ওসি নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে দুজনের মরদেহ পাওয়া গেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী রয়েছে। মরদেহগুলো থানায় এনে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে ফেরত দেওয়া হবে।

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা