হোম > সারা দেশ > চট্টগ্রাম

বঙ্গবন্ধু টানেল সড়কে দুর্ঘটনায় নৌবাহিনীর সদস্যসহ আহত ৮

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের আনোয়ারা প্রান্তের সড়কে দুর্ঘটনায় আটজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে নৌবাহিনীর এক সদস্যও রয়েছেন।

আহত ব্যক্তিরা হলেন নৌবাহিনীর সদস্য গাজী মাহবুব রহমান রনি, মাইক্রোবাসচালক রুবেল (৩০), আলী মুর্তুজা (২৭), রাশেদুল করিম (২৮), ফারহানা আক্তার (২৬), মুন্না (২৫) ও কাঞ্চিম (২২)।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুর্ঘটনায় আহত নৌবাহিনীর সদস্য গাজী সৈকতকে পতেঙ্গা বিএনএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘন কুয়াশায় চালক মাইক্রোবাসটি সড়ক বিভাজনের ওপর নির্মিত ট্রাফিক বক্সে তুলে দেন। ট্রাফিক বক্সে আঘাত লেগে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। পরে টানেল কর্তৃপক্ষ মাইক্রোবাসটি সরিয়ে নেয়।

সিকিউরিটি বক্সে দায়িত্বে থাকা প্রত্যক্ষদর্শী সাজ্জাদ হোসেন বলেন, ‘নৌবাহিনীর দুই সদস্যসহ আমরা তিনজনই বক্সে ছিলাম। দুর্ঘটনার পাঁচ মিনিট আগে আমরা দুজন বাইরে বের হয়েছি। হঠাৎ দ্রুতগতির কারটি বক্সটিকে হিঁচড়ে নিয়ে যায়। বক্সে থাকা অপরজন গুরুতর আহত হয়েছেন।

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক