কক্সবাজার জেলা আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে সমাবেশস্থলে পৌঁছেছেন আওয়ামী লীগের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার দুপুর ৩টি ৫২ মিনিটে তিনি সেখানে উপস্থিত হন। এর আগে, প্রধানমন্ত্রী ২৯টি প্রকল্পের উদ্বোধন এবং ৪টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার পরপর ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’—গানের মধ্য দিয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে শুরু হয়। মূল মঞ্চের পাশে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য স্থাপিত আরেকটি মঞ্চে চলে এই অনুষ্ঠান।
কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমি ও কক্সবাজারে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা ঐতিহ্যবাহী লোক সংস্কৃতি, উপজাতিদের সংস্কৃতির পাশাপাশি দেশের গান-নৃত্য উপস্থাপন করেন। এর আগে কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এদিকে বুধবার সকাল সাড়ে ১০টার পর পর প্রধানমন্ত্রী উখিয়া উপজেলার সমুদ্রতীরবর্তী ইনানীতে বাংলাদেশসহ ২৮টি দেশের নৌবাহিনী ও উপকূলীয় সংগঠনগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া চার দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লিট রিভিউ-২০২২-এর উদ্বোধন করেছেন।