হোম > সারা দেশ > চট্টগ্রাম

শাটডাউনেও মানবিকতা দেখালেন চমেকের চিকিৎসকেরা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

‘কমপ্লিট শাটডাউন’ থেকে সরে এসে রোগীদের সেবা দিচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসকেরা। কোনো রোগী এসে সেবা ছাড়া ফিরে যায়নি। তবে চিকিৎসকেরা ঢাকায় হামলাকারীদের বিচার চেয়েছেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের প্রতিবাদে আজ রোববার বেলা ২টা ৪৫ মিনিট থেকে চমেকের চিকিৎসকেরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন শুরু করেন। তবে জরুরি বিভাগে আসা রোগীদের অসহায়ত্ব দেখে বিকেল ৪টা থেকে ফের চিকিৎসাসেবা শুরু করেন দায়িত্বরত চিকিৎসকেরা। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন খান বলেন, ‘অল্প সময়ের জন্য কর্মসূচি পালন করলেও ফের চিকিৎসাসেবা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকেরা। ওয়ার্ডেও চিকিৎসকেরা রোগীদের সেবা দিয়েছেন। তা ছাড়া আমাদের জরুরি বিভাগের সেবাও বর্তমানে অব্যাহত রয়েছে। কর্মবিরতির কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’ 

চমেকের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মোমিন উল্লাহ ভূঁইয়া বলেন, ‘আমাদের জরুরি বিভাগের চিকিৎসাসেবা প্রায় পৌনে এক ঘণ্টার মতো বন্ধ ছিল। পরে রোগীদের অসহায়ত্ব দেখে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আবারও সেবা দেওয়া শুরু করে দিই।’ 

হামলাকারীদের গ্রেপ্তার-বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করাসহ চার দফা দাবিতে সারা দেশে সব ধরনের চিকিৎসাকেন্দ্রে সেবা বন্ধের ঘোষণা দিয়েছেন চিকিৎসকেরা। তাঁরা এই কর্মসূচিকে বলছেন কমপ্লিট শাটডাউন। 

আজ বেলা ২টার পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এ কর্মসূচি ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের আবাসিক সার্জন আবদুল আহাদ। তিনি চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়দের পক্ষে কমপ্লিট শাটডাউনের এ কর্মসূচি ঘোষণা করেন।

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক