হোম > সারা দেশ > চট্টগ্রাম

শাটডাউনেও মানবিকতা দেখালেন চমেকের চিকিৎসকেরা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

‘কমপ্লিট শাটডাউন’ থেকে সরে এসে রোগীদের সেবা দিচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসকেরা। কোনো রোগী এসে সেবা ছাড়া ফিরে যায়নি। তবে চিকিৎসকেরা ঢাকায় হামলাকারীদের বিচার চেয়েছেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের প্রতিবাদে আজ রোববার বেলা ২টা ৪৫ মিনিট থেকে চমেকের চিকিৎসকেরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন শুরু করেন। তবে জরুরি বিভাগে আসা রোগীদের অসহায়ত্ব দেখে বিকেল ৪টা থেকে ফের চিকিৎসাসেবা শুরু করেন দায়িত্বরত চিকিৎসকেরা। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন খান বলেন, ‘অল্প সময়ের জন্য কর্মসূচি পালন করলেও ফের চিকিৎসাসেবা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকেরা। ওয়ার্ডেও চিকিৎসকেরা রোগীদের সেবা দিয়েছেন। তা ছাড়া আমাদের জরুরি বিভাগের সেবাও বর্তমানে অব্যাহত রয়েছে। কর্মবিরতির কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’ 

চমেকের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মোমিন উল্লাহ ভূঁইয়া বলেন, ‘আমাদের জরুরি বিভাগের চিকিৎসাসেবা প্রায় পৌনে এক ঘণ্টার মতো বন্ধ ছিল। পরে রোগীদের অসহায়ত্ব দেখে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আবারও সেবা দেওয়া শুরু করে দিই।’ 

হামলাকারীদের গ্রেপ্তার-বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করাসহ চার দফা দাবিতে সারা দেশে সব ধরনের চিকিৎসাকেন্দ্রে সেবা বন্ধের ঘোষণা দিয়েছেন চিকিৎসকেরা। তাঁরা এই কর্মসূচিকে বলছেন কমপ্লিট শাটডাউন। 

আজ বেলা ২টার পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এ কর্মসূচি ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের আবাসিক সার্জন আবদুল আহাদ। তিনি চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়দের পক্ষে কমপ্লিট শাটডাউনের এ কর্মসূচি ঘোষণা করেন।

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট